Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা মানুষদের মধ্যে শীতবস্ত্র ও দুপুরের আহার বিতরণ

নিজস্ব সংবাদদাতা : রবিবার ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের সিংদূহী এলাকায় ‘হলদিয়া অন্য ভ্রমণ ওয়েলফেয়ার সোসাইটি’র উদ্যোগে এবং ফেসবুক গ্রুপ “আমারকার ভাষা, আমারকার গর্ব”-র সহযোগিতায় স্থানীয় এলাকার আর্থিক দিক থেকে কিছুটা পিছিয়ে থাকা বেশকিছু মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয় এবং পাশাপাশি দুপুরের আহারের ব্যবস্থা করা হয়।

- Sponsored -

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন নয়াগ্রাম থানার আইসি প্রসূণ মিত্র, এসআই অরুণ লোহার, গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান বাসন্তী হেমব্রম, অন্য ভ্রমণের পক্ষ থেকে উপস্থিত ছিলেন গৌতম মিত্র, সুমন কল্যাণ বেরা, চিরঞ্জিত সাহু, সুজয় দাস, অর্ঘ্য দাস, অভিজিৎ মণ্ডল-সহ উভয় সংস্থার অন্যান্য কর্মকর্তা ও সদস্য-সদস্যারা উপস্থিত ছিলেন। অন্য ভ্রমণের এহেন উদ্যোগেকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকলে।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.