Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

হলদিয়ার দুই স্বেচ্ছাসেবী সংস্থার উদ‍্যোগে ফলের চারাগাছ বিতরণ

নিজস্ব সংবাদদাতা : “ফিনিক্স পরিবার” ও “জিওগ্রাফি গাইড সেন্টার” যৌথ উদ্যোগে চারাগাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল হলদিয়ায়। শিল্পনগরী হলদিয়া আজ দূষণের কবলে জর্জরিত। প্রকৃতির সর্বত্রই নির্বিচারে চলছে সবুজনিধন লীলা। আর একাজে অগ্রণী ভূমিকা নিচ্ছে কিছু অবুঝ মানুষ! অন্যদিকে সুপার সাইক্লোন আমফান ঝড়ের তাণ্ডবে সমগ্র হলদিয়া নগরীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত উপড়ে পড়েছে রাশি রাশি সবুজ গাছ। ফলস্বরূপ পরিবেশ দূষণের উপক্রম আরও দীর্ঘ মাত্রায় বৃদ্ধি পাচ্ছে।

- Sponsored -

“ফিনিক্স পরিবার” ও “জিওগ্রাফি গাইড সেন্টার”- এই দুই সংগঠনের ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে গত কয়েক বছর ধরে এলাকার বিভিন্ন প্রান্তে করে চলেছে বৃক্ষরোপণ। এই কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার হলদিয়া ব্লকের সাপুয়া গ্রামের প্রতিটি পরিবারের হাতে তুলে দেওয়া হল বিভিন্ন প্রজাতির ফলের চারা।

সংগঠনের পক্ষ থেকে মিন্টু দাস, অনুপম বেরা, নবদ্বীপ প্রামাণিক, স্বাগতা বেরারা জানান, সেন্টারের ছাত্র-ছাত্রীবৃন্দ তাদের নিজেদের টিফিন খরচ বাঁচিয়ে অর্থিক সাহায্য দিয়ে সংগঠনকে বহুসংখ্যক চারাগাছ প্রদান করেছেন। সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয় যে, আগামী দিনে আরও বহুসংখ্যক বৃক্ষ রোপণ ও প্রদানের সঙ্গে সঙ্গে দুঃস্থদের শীতবস্ত্র প্রদানের দিকেও প্রস্তুতি নিচ্ছেন তারা।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.