সহধর্মিণীর স্মৃতিতে প্রান্তিক মানুষদের খাদ্য বিতরণ! দৃষ্টান্ত স্থাপন মেদিনীপুরের চিকিৎসকের
নিজস্ব সংবাদদাতা : আদিম জনজাতি অধ্যুষিত শালবনি ব্লকের পীরচক গ্রামে ১১০ জন গ্রামবাসীদের দুপুরের আহারের ব্যবস্থা করা হল। আর এই মহতী কাজে প্রধান ভূমিকা নিয়েছেন মেদিনীপুরের বিশিষ্ট চিকিৎসক অচিন্ত্য কুমার নায়ক। প্রয়াত সহধর্মিণী গায়েত্রী নায়কের স্মৃতির উদ্দেশেই এই মহান কাজে ব্রতী হলেন অচিন্ত্যবাবু। এ কাজে প্রধান বার্তা ছিল বিলাসিতা বা দেখনদারি নয়, পারিবারিক অনুষ্ঠানে জনসেবাই হোক মূলমন্ত্র।
একবেলা খাদ্য জোটাতে জঙ্গলমহলের গরিব মানুষগুলোর যখন দিশেহারা অবস্থা, তখন স্ত্রীর ভালোবাসাকে মর্যাদা দিয়ে এঁদের পাশে দাঁড়ানোয় চিকিৎসকের চিন্তাধারাকে কুর্নিশ জানিয়েছেন সকলে। মেদিনীপুরের ‘সংকল্প ফাউন্ডেশন’-এর সহযোগিতায় ও ব্যবস্থাপনায় ১১০ জনকে শ্রাদ্ধভোজের আহার পরিবেশন করা হল। উপস্থিত ছিলেন অচিন্ত্য নায়কের পুত্র চিকিৎসক অনুপম নায়ক, কন্যা অন্নপূর্ণা নায়ক সামন্ত, জামাই চিন্ময় সামন্ত, অনুলীনা নায়ক নস্কর ও তপন নস্কর-সহ অন্যান্যরা। ছিলেন সংকল্প ফাউন্ডেশনের সভ্যবৃন্দ।
Comments are closed.