Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

কন‍্যার ষষ্ঠ জন্মদিনে শিক্ষক-দম্পতির উদ‍্যোগে শিক্ষাসামগ্রী বিতরণ

নিজস্ব সংবাদদাতা : করোনা আবহের মাঝেই মেয়ের জন্মদিনের আনন্দটা আরও কিছু শিশুর সঙ্গে ভাগ করে নিলেন মেদিনীপুর শহরের রবীন্দ্রনগরের বাসিন্দা শিক্ষক-দম্পতি। মঙ্গলবার কেশপুর ব্লকের মহিষাগেড়া হাইমাদ্রাসার ভূগোলের শিক্ষক নরসিংহ দাস এবং কেশিয়াড়ি ব্লকের করাটা রসড়া মুড়াকাটা নটবর বিদ‍্যাপীঠের ভূগোলের শিক্ষিকা সুরঞ্জনা প্রধান দাসের একমাত্র কন্যা মধুপর্ণা দাসের ষষ্ঠ জন্মদিন উপলক্ষে এই শিক্ষক-দম্পতির উদ‍্যোগে ৩০ জন শিশুর হাতে তুলে দেওয়া হল কেক ও নানান শিক্ষাসামগ্রী।

- Sponsored -

কেশপুর ব্লকের মুণ্ডলিকা নবারুণ সংঘের সহযোগিতায় মুণ্ডলিকা গ্রামে অনুষ্ঠিত এই কর্মসূচিতে শিক্ষক নরসিংহ দাস নিজে উপস্থিত থেকে শিশুদের হাতে শিক্ষাসামগ্রী তুলে দেন। নবারুণ সংঘের পক্ষে উপস্থিত ছিলেন অঞ্জন ঘোষ ও মিলন রায়। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন সমাজসেবী শিক্ষক মণিকাঞ্চন রায়, রাজেশ বেরা, পীযূষ রানা প্রমুখ। নরসিংহবাবু বলেন, নিজের কন‍্যার জন্মদিনের আনন্দ আরও কিছু শিশুর সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য তাঁদের এই উদ্যোগ।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.