সান্টার ঝোলা ভরা উত্তাপ প্রদানের কম্বল
নিজস্ব সংবাদদাতা: বড়দিনের আগের সন্ধ্যায় হঠাৎ দেখা মিলল সান্টার। শিয়ালদহ স্টেশন চত্বরে থাকা দুঃস্থ শিশুদের একটু উত্তাপ সামগ্রী পৌঁছে দিলেন তিনি। নিজের ঝোলায় এবার গিফট হিসাবে কয়েকশত কম্বল।
‘একটি প্রযোজনা’ নাট্যদল ও ‘ঐক্যতান’-ছর যৌথ প্রয়াস হিসাবে বড়দিন উপলক্ষে কম্বল বিতরণ কর্মসূচি নিয়েছে। অতিমারীর সময় পথশিশুদের সমস্যা আরও বাড়তে পারে ঠান্ডা লেগে। তাই গিফট হিসাবে কম্বল তুলে দিলেন সান্টা।
এদিন ‘একটি প্রযোজনা’ নাট্যদলের কুশীলবরা নিজেরাই সান্টা সেজে কলকাতার বিভিন্ন জায়গায় কম্বল বিতরণ করার অভিনব উদ্যোগ নিয়েছে। ‘একটি প্রযোজনা’র কর্ণধার ভাস্কর পাল জানিয়েছেন, ‘করোনা আবহে পথশিশুদের সুরক্ষা দরকার বেশি। ঠান্ডার সময় সাধারণ সর্দি জ্বর বেশি ভোগাতে পারে। করোনা আবহে তাই কম্বল তুলে দেওয়ার কর্মসূচি গ্রহণ করা হয়েছে।’
Comments are closed.