Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

সরকারি নিষেধাজ্ঞা অমান্য, সুন্দরবনের কলস দ্বীপের কাছে ট্রলার-ডুবি

নিজস্ব সংবাদদাতা : গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ট্রলার-ডুবি সুন্দরবনের কলস দ্বীপের কাছে। প্রাকৃতিক দুর্যোগের জন্য সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে সমুদ্রে যাওয়ার ফলেই ঘটল এই দুর্ঘটনা বলে অনুমান। ‘এফবি তারা মা’ নামে ওই ট্রলারটি কলস দ্বীপ থেকে আরও গভীরে বঙ্গোপসাগরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কীভাবে মাছ ধরতে গেল তা খতিয়ে দেখছে মৎস্যজীবী সংগঠন।

- Sponsored -

বৃহস্পতিবার বিকেলে সমুদ্রে পাড়ি দেয় ‘এফবি তারা মা’ নামে ট্রলারটি। খারাপ আবহাওয়ার কারণে সকাল ১১টা নাগাদ প্রবল ঢেউয়ের ধাক্কায় উল্টে যায় ট্রলারটি। বাঁচার আর্তি জানায় ট্রলারে থাকা ১২জন মৎস্যজীবী। তাঁদের চিৎকার শুনে উদ্ধারে আসেন অন্য ট্রলারের মৎস্যজীবীরা। ১২জনকে উদ্ধার করা গেলেও পুরোপুরি ডুবে যায় ট্রলারটি।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.