Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

গান বিতর্কে সড়ক-২

সুদীপ চট্টোপাধ্যায়

১৯৯১ সালের সুপারহিট ‘সড়ক’ ছবির সিক্যুয়েল ‘সড়ক-২’ নিয়ে বেশ বিপাকে পড়েছেন পরিচালক মহেশ ভাট। কিছুদিন আগে রিলিজ হওয়া ছবির ট্রেলার মুক্তির সঙ্গে সঙ্গেই ডিজলাইকের বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছে ছবিটি। এবার ছবিতে গান চুরির অভিযোগ উঠল খোদ পরিচালক মহেশ ভাটের বিরুদ্ধে। অভিযোগ করেছেন পাকিস্তানের মিউজিক প্রোডিউসার শেজান সেলিম। তার মতে সড়ক ২-এর ট্রেলারে ‘ইশক কামাল’ বলে যে গানের অংশ ব্যবহার করা হয়েছে সেই গান ‘চুরি’ করেছেন মহেশ ভাট।

- Sponsored -

২০১১ সালে পাক গায়ক জায়েদ খানের গাওয়া ‘রব্বা হো’ গানের নকল এটি, বলে দাবি করেছেন তিনি। ইতিমধ্যেই ‘সড়ক-২’-এর প্রযোজনা সংস্থা ফক্স স্টার স্টুডিয়োকে ট্যাগ করে একটি ট্যুইট করেছেন শেজান। ট্যুইটের সঙ্গে একটি ভিডিয়ো পোস্ট করে দুটি গানের মিল তুলে ধরেছেন তিনি। যদিও এই অভিযোগ মানতে নারাজ মহেশ কন্যা ও অভিনেত্রী পূজা ভাট। তাঁর মতে চণ্ডীগড়ের একজন মিউজিক টিচার ‘ইশক কামাল’ গানটি কম্পোজ করেছেন।

এদিকে সুশান্ত সিং রাজপুত্র আত্মহত্যা কাণ্ডে নাম জড়িয়েছে বলিউডের বর্ষীয়ান পরিচালক মহেশ ভাটের। প্রকাশ্যে এসেছে মূল অভিযুক্ত রিয়ার সঙ্গে তাঁর সম্পর্কের কথা। যার ফলে সুশান্তভক্ত এবং নেটিজেনদের বয়কটের মুখে পড়েছে তিনি ও তাঁর ছবি। ফলে সড়ক-টুর ট্রেলারকে ডিসলাইকে ভরিয়ে দিয়েছে তারা। এছাড়াও ছবির শ্যুটিংয়ের সময় হিন্দু ধর্মের ভাবাবেগকে আঘাত করেছে ছবিটি বলে অভিযোগ তুলেছিল বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র বিজয় শঙ্কর তিওয়ারি। এবার গান বিতর্কে জড়াল ছবিটি। ফলে সঞ্জয় দত্ত, পূজা ভাট, আলিয়া ভাট স্টারার বহু প্রতীক্ষিত সড়ক-টুর রিলিজের আগেই বিতর্ক যে কিছুতেই পিছু ছাড়ছে না, তা বলা যেতেই পারে।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.