কোর্টরুম ড্রামা নিয়ে কাজ শুরু করছেন কমলেশ্বর মুখোপাধ্যায়

সুনাসীর চক্রবর্তী
দীর্ঘ লকডাউনের পর এবার ছবির কাজ শুরু করতে চলেছেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় (Kamleshwar Mukherjee)। ছবির নাম ‘অনুসন্ধান’। ২০১৩-তে ‘মেঘে ঢাকা তারা’র পর ফের কমলেশ্বরের ছবিতে কাজ করতে চলেছেন শাশ্বত চট্টোপাধ্যায়। এছাড়াও এই ছবির অন্যান্য চরিত্রে রয়েছেন ঋদ্ধি সেন, প্রিয়াঙ্কা সরকার, পায়েল সরকারের মতো অভিনেতারা। এমনটাই জানিয়েছেন কমলেশ্বর মুখোপাধ্যায়। তবে ছবির শ্যুটিং দেশে নয়, লন্ডনে হবে বলে শোনা যাচ্ছে। যদিও শ্যুটিং শুরুর ফাইনাল ডেট নিয়ে কোনও সিলমোহর দেননি পরিচালক।
ছবির গল্প নিয়ে পরিচালক এখন কিছু না জানালেও এটুকু জানা গেছে এটি একটি কোর্টরুম ড্রামা। একটি বাড়িতে একজন পাবলিক প্রসিকিউটর, একজন ডিফেন্স কাউন্সিল এবং আরেক জন বিচারক, আইনের এই তিন পক্ষ একজন মানুষের বিচার করে। আসলে আইন আর ন্যায়, এই দু’য়ের মধ্যে যে তফাৎ, সেটার উপর ভিত্তি করেই দানা বেধেছে অনুসন্ধান-এর চিত্রনাট্য। ইতিমধ্যেই করোনার কারণে ৩১ অগস্ট অবধি আন্তর্জাতিক উড়ান বাতিল ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। তাই খবর অনুসারে আগামী সেপ্টেম্বরের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহেই শ্যুটিংয়ের জন্য লন্ডনের উদ্দেশে উড়ে যাবে অনুসন্ধানের গোটা টিম।
Comments are closed.