কোভিড মোকাবিলায় এবার হোয়াটসঅ্যাপে সরাসরি কথা ববি হাকিমের সাথে

শোভাঞ্জন দাশগুপ্ত
করোনা সতর্কতায় অভিনব উদ্যোগ ফিরহাদ হাকিমের। এবার থেকে সরাসরি “9830037492” নম্বরে হোয়াটসঅ্যাপ করে কথা বলা যাবে কলকাতা পৌরসভার প্রশাসনিক বোর্ডের প্রধান ফিরহাদ হাকিমের সাথে। ইতিমধ্যেই শহর কলকাতার বহু জায়গায় সঠিক তথ্য আদানপ্রদানের সমস্যার জন্য করোনা আক্রান্ত রোগী মৃত্যুর পরেও কয়েক ঘণ্টা পড়ে থাকায় বিতর্কের সৃষ্টি হয়েছে। সাম্প্রতিকতম ঘটনা ঘটেছে বেহালা, আমহার্স্ট স্ট্রিট-সহ অন্যান্য এলাকায়। যা রাজ্য প্রশাসন বা কলকাতা পৌরসভার প্রশাসনিক বোর্ডকে সমস্যায় ফেলে। এবার সেই সমস্যা থেকে সুরাহা দিতেই এগিয়ে এলেন ফিরহাদ হাকিম। সরাসরি হোয়াটসঅ্যাপ করে তাঁর সঙ্গে যোগাযোগ করা যাবে বলে জানিয়েছেন তিনি। শহর কলকাতায় কোথাও করোনা পজেটিভ কোনও ব্যক্তি মৃত অবস্থায় যদি পড়ে থাকে বা অন্যান্য করোনা সংক্রান্ত খবরে সুরাহা পেতে মুশকিল আসান তিনি।
ফিরহাদ হাকিম জানিয়েছেন, আগামী শুক্রবার থেকে কলকাতা পৌরসভার পৌরকর্মীদের হোমিওপ্যাথি ওষুধ আর্সেনিক অ্যালবাম (Arsenicum alb) দেওয়া হবে। সেইসঙ্গে পৌরকর্মী ও তাঁদের পরিবারের জন্য সোয়াব টেস্ট করা হবে শুক্রবার। সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত এই পরীক্ষণ শিবির চলবে রক্সি সিনেমার সামনে।
কলকাতা পৌরসভার প্রশাসনিক বোর্ডের প্রধান ফিরহাদ হাকিম আরও জানিয়েছেন, আনন্দপুরে সেফ হোম করা হয়েছে। তাতে বেড সংখ্যা ৪০০ থেকে ৭০০ করা হবে। আনন্দপুরের সেফ হোমে ৫০টি বেডকে আমরা সংরক্ষণ করব সামনের লাইনে দাঁড়িয়ে যাঁরা কোভিড মোকাবিলায় কাজ করছেন তাঁদের জন্য। অন্যদিকে শরীরে অক্সিজেনের মাত্রার দেখার জন্য আগামী শুক্রবার থেকে শুরু হবে পালস অক্সিমিটার টেস্টও। ইতিমধ্যে ১ হাজারটি পালস অক্সিমিটার বিভিন্ন বরো-তে দেওয়া হয়েছে। এরই সঙ্গে চলবে সোয়াব টেস্ট ও অ্যান্টিজেন টেস্টও।
Comments are closed.