মেয়াদ শেষের আগেই অপসারিত দিলীপ ঘোষ, বিজেপির নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার
নিজস্ব সংবাদদাতা : রাজ্য বিজেপির সভাপতি থেকে সরিয়ে দেওয়া হল দিলীপ ঘোষকে।বড়সড় রদবদলে দিলীপের জায়গায় রাজ্য বিজেপির সভাপতি হলেন বালুরঘাটের সাংসদ ড. সুকান্ত মজুমদার। সোমবার ভারতীয় জনতা পার্টির তরফে বিবৃতি প্রকাশ করে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং এই খবর জানিয়েছেন। অন্যদিকে দিলীপ ঘোষকে নিয়ে যাওয়া হল জাতীয় সহ-সভাপতির পদে।
ভারতীয় জনতা পার্টির নতুন রাজ্যসভাপতি হিসেবে ডঃ সুকান্ত মজুমদারকে অভিনন্দন জানাই এবং তার সাফল্য কামনা করি | pic.twitter.com/Sgl8em4U8J
— Dilip Ghosh (@DilipGhoshBJP) September 20, 2021
নতুন পদে মঙ্গলবার দায়িত্ব নেওয়ার আগে সুকান্ত মজুমদারকে ট্যুইট করে শুভেচ্ছা জানিয়েছেন বিদায়ী সভাপতি দিলীপ ঘোষ। টুইট করে দিলীপ ঘোষ জানিয়েছেন, ‘ভারতীয় জনতা পার্টির নতুন রাজ্য সভাপতি হিসেবে ডঃ সুকান্ত মজুমদারকে অভিনন্দন জানাই এবং তার সাফল্য কামনা করি।’ দায়িত্ব পেয়ে বিজেপির নয়া রাজ্য সভাপতি ড. সুকান্ত মজুমদার বলেন, ‘দলের হয়ে সব দায়িত্ব পালনের চেষ্টা করব। দলকে শক্তিশালী করাই মূল লক্ষ্য।’
বালুরঘাটের সাংসদ ডাঃ সুকান্ত মজুমদারকে বিজেপির কেন্দ্রীয় সভাপতি পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি মনোনীত করেছেন।
অত্যন্ত সময়োচিত পদক্ষেপ। অনেকদিন আগেকার এক রাজ্য সভাপতির তরফ থেকে নব-মনোনীত রাজ্য সভাপতিকে অভিনন্দন।— Tathagata Roy (@tathagata2) September 20, 2021
রাজ্য সভাপতি হিসেবে দিলীপের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৩ সালের জানুয়ারি মাসে। তার আগে দিলীপ ঘোষের অপসারণকে ‘অত্যন্ত সময়োচিত পদক্ষেপ’ বলে মন্তব্য করেছেন বিজেপি নেতা তথাগত রায়। এক টুইট বার্তায় তথাগত লিখেছেন, ‘বালুরঘাটের সাংসদ ডাঃ সুকান্ত মজুমদারকে বিজেপির কেন্দ্রীয় সভাপতি পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি মনোনীত করেছেন। অত্যন্ত সময়োচিত পদক্ষেপ। অনেকদিন আগেকার এক রাজ্য সভাপতির তরফ থেকে নব-মনোনীত রাজ্য সভাপতিকে অভিনন্দন।’
Comments are closed.