দিঘা–শঙ্করপুর উন্নয়ন পর্ষদ থেকে সরানো হল শিশির অধিকারীকে! নতুন চেয়ারম্যান অখিল গিরি
নিজস্ব সংবাদদাতা : দিঘা–শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকে সরানো হল শিশির অধিকারীকে। তাঁর জায়গায় চেয়ারম্যান পদে আনা হল ভাইস চেয়ারম্যান অখিল গিরিকে। শিশির অধিকারীর এই অপসারণ অধিকারী পরিবারের সঙ্গে তৃণমূল কংগ্রেসের দূরত্ব বাড়ার ইঙ্গিত বলেই মনে করছে রাজনৈতিক মহল। বর্তমানে চিকিৎসার জন্য কলকাতায় রয়েছেন কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারী। এই অপসারণের ব্যাপারে তাঁর মন্তব্য, ‘আমার কিছু জানা নেই। তাই প্রতিক্রিয়াও নেই।’
শুভেন্দু অধিকারী তৃণমূলের সঙ্গ ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর বাবা শিশির অধিকারী, দুই ভাই দিব্যেন্দু ও সৌমেন্দু জানিয়েছিলেন তাঁরা দিদির সঙ্গেই তৃণমূলেই থাকছেন। কিছুদিন আগেই কাঁথি পুরসভার প্রশাসকের পদ থেকে সৌমেন্দু অধিকারীকে সরিয়ে দেয় রাজ্যের পুর দফতর। রাজ্যের এই সিদ্ধান্তের বিরোধিতায় সরব হন সাংসদ দিব্যেন্দু অধিকারীও। দাবি করেন, অখিল গিরির মিথ্যে অভিযোগের কারণেই অনিয়মের শিকার হতে হচ্ছে তাঁর ভাইকে। মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে চিঠিও লেখেন। ঘটনার জল গড়ায় আদালত পর্যন্ত। এরপর ১ জানুয়ারি দাদা শুভেন্দুর হাত ধরে বিজেপি–তে যোগ দিয়েছেন সৌমেন্দু। আর এরপর শিশির অধিকারীকে হারাতে হল দিঘা–শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ।
Comments are closed.