Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

ধূপগুড়ি দুর্ঘটনা! ক্ষতিপূরণ ঘোষণা মোদি-মমতার

নিজস্ব সংবাদদাতা: ধূপগুড়ির মর্মান্তিক দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু আড়াই লক্ষ টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দুর্ঘটনায় যাঁরা গুরুতর আহত হয়েছেন তাঁদের ৫০ হাজার ও যাঁরা অল্পবিস্তর জখম হয়েছেন তাঁদের ২৫ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে বুধবার পুরুলিয়ার বেলগুমার সভা থেকে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘ধূপগুড়িতে একটা দুঃখজনক ঘটনা ঘটেছে। বিয়েবাড়ির গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। মৃত ১৪ জনের পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে আড়াই লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ইতিমধ্যেই ঘোষণা করেছি। আহতদের ৫০ হাজার এবং অল্প আহতদের ২৫ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছি। আজ অরূপ বিশ্বাসকে ওখানে পাঠাচ্ছি। গৌতম দেবও যাচ্ছেন। তাঁরা পৌঁছে এই ক্ষতিপূরণ প্রদানের বিষয়গুলি দেখে নেবেন।’’

- Sponsored -

মঙ্গলবার রাতে বৌভাতের অনুষ্ঠান থেকে ফেরার পথে ধূপগুড়ির জলঢাকা সেতুর কাছে পাথরবোঝাই লরির সঙ্গে ধাক্কা লাগে টাটা ম্যাজিক ও মারুতি ভ্যানের। ঘটনাস্থলে পাথরবোঝাই ট্রাকের নীচে চাপা পড়ে মৃত্যু হয় ৪ শিশু-সহ ১৪ জনের। গুরুতর আহত হন আরও প্রায় ৭-৮ জন। আহতদের ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এদিকে ধূপগুড়ির দুর্ঘটনায় ট্যুইট করে দুর্ঘটনায় নিহতদের পরিবারকে সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিজনদের ২ লক্ষ টাকা করে এবং আহতদের এককালীন ৫০ হাজার টাকা করে সাহায্যের কথাও ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.