Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

মাধ্যমিকে প্রথম দশে একই স্কুলের ১১, খুশির হাওয়া ধূপগুড়িতে

নিজস্ব সংবাদদাতা : মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর খুশির হাওয়া উত্তরবঙ্গে। প্রথম দশে একই স্কুলের ১১জন ছাত্রছাত্রী! চলতি বছরের মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর ৬৯৭। আর ৭০০-র ভেতরে ৬৯৭ পেয়ে বাজিমাত করল ধূপগুড়ির বৈরাতিগুড়ি উচ্চ বিদ্যালয়ের তিন ছাত্রছাত্রী। মধ্যশিক্ষা পর্ষদ মেধা তালিকা প্রকাশ করেনি এবার। তাতে অবশ্য বিন্দুমাত্র চিন্তার কারণ দেখছে না ধূপগুড়ির এই স্কুল। দিশা নন্দী, অনন্যা ঘোষ এবং রাজদীপ দত্ত– তিনজনেরই প্রাপ্ত নম্বর ৬৯৭। রাজ্যজুড়ে যে ৭৯ জন সর্বোচ্চ নম্বর পেয়েছে তাদের মধ্যে রয়েছে এই তিনজন। তবে লিখিত পরীক্ষা না হয়ে মূল্যায়ণের ভিত্তিতে মাধ্যমিকের ফল প্রকাশ হওয়ায় কিছুটা মনোক্ষুণ্ণ এই তিন কৃতি।

- Sponsored -

অনন্যা ঘোষ, রাজদীপ দত্ত এবং দিশা নন্দী। তিন জনেরই প্রাপ্ত নম্বর ৬৯৭।

পাশাপাশি ধূপগুড়ি বৈরাতিগুড়ি উচ্চ বিদ্যালয়ের আট ছাত্রছাত্রী রয়েছেন প্রথম ১০ জনের তালিকায়। আট ছাত্রছাত্রী হলে সুমিতা নন্দী, রিদম দত্ত, সুচেতনা দত্ত, মধুশ্রী ভাওয়াল, দেবপ্রিয়া মিত্র, অঙ্কুর রায়, অরূপ দত্ত এবং শতদল রায়। এঁদের প্রাপ্ত নম্বর যথাক্রমে ৬৯৬, ৬৯৫ (দুই জন), ৬৯৩ (তিন জন), ৬৯২ এবং ৬৯১। একই স্কুলের ১১ জন ছাত্রছাত্রীর এহেন খবরে খুশির জোয়ার নেমে এসেছে ধূপগুড়িতে।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.