বিধ্বংসী রাইডু, লড়াকু মেজাজে ডুপ্লেসি, জয় দিয়েই ক্রিকেটে প্রত্যাবর্তন মাহির

সৌরভ রায়
আম্বাতি রাইডু ও ফ্যাফ ডুপ্লেসির বিধ্বংসী ব্যাটে ভর করে আইপিএল-এর প্রথম ম্যাচেই ৫ উইকেটে জয়ী ধোনির চেন্নাই সুপার কিংস। দীর্ঘদিন পর মাঠে ফিরেই আম্বাতি রাইডু অসাধারণ ইনিংস খেলে একাই করলেন ৭১ রান। অন্যদিকে ৫৮ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করলেন ফ্যাফ ডুপ্লেসি। পাশাপাশি শেষদিকে স্লগ ওভারে ব্যাটে নেমে আক্রমণাত্মক খেলা উপহার দিলেন স্যাম কারেন। ম্যাচের শেষ ওভারে ৪ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় চেন্নাই। একসঙ্গে আইপিএলে অধিনায়ক হিসেবে শততম ম্যাচেও জয় পেলেন মাহি। এরআগে এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় চেন্নাই সুপার কিংস। ম্যাচের শুরুতেই আউট হয়ে ফিরে যান মুম্বইয়ের অধিনায়ক রোহিত শর্মা। ব্যক্তিগত ১২ রান করে চাওলার শিকার হন মুম্বই ক্যাপ্টেন। রোহিতের পরেই ওভারে ডি’কক ডাগ-আউটে ফেরেন৷ পাওয়ার প্লে ওভারের প্রথম বলে তাঁকে ফেরান স্যাম কারেন৷ তবে তার আগে ২০ বলে পাঁচটি বাউন্ডারির সাহায্যে ৩৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন ডি’কক৷ দুই নতুন ব্যাটসম্যান সূর্যকুমার যাদব ও সৌরভ তিওয়ারির ব্যাটে ভর করে কিছুটা রান তোলে মুম্বই৷ এরপর ৪২ রানে ফিরে যান সৌরভ। হার্দিক ও ক্রনাল পান্ডিয়াও খুব একটা রান তাড়া করতে ব্যর্থ। ফলে ১৬২ রান তোলে মুম্বই ।
উল্লেখ্য আবুধাবির ফাঁকা শেখ জায়েদ স্টেডিয়ামে গগনভেদী চিৎকার, ঘোষণা, জনপ্রিয় গানের সঙ্গে ঢাক-ঢোল-তাসার গর্জন। সবমিলিয়ে কেউ না থেকেও আইপিএল ২০২০-এর প্রথম ম্যাচ জমিয়ে দিলেন রেকর্ডেড দর্শকরা। ক্রিকেটাররা তো রোমাঞ্চিত হলেনই, চমকে গেলেন ক্রিকেটপ্রেমীরাও। ক্রিকেট ফ্যানদের উচ্ছ্বাস প্রকাশের ভিডিয়ো, চিয়ার লিডারদের নৃত্যের রেকর্ড দেখানো হল মাঠের জায়ান্ট স্ক্রিনে।
Comments are closed.