Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

অবস্থার অবনতি, ভেন্টিলেশন সাপোর্টে প্রণব মুখোপাধ্যায়

বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হয়েছে রবিবার থেকে। গভীর কোমায় আচ্ছন্ন তাঁকে রাখা হয়েছে ভেন্টিলেশনে সাপোর্টে, এমনটাই জানানো হয়েছে দিল্লির আর্মি হাসপাতালের তরফে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, “গতকাল থেকে মাননীয় শ্রীপ্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। ফুসফুস সংক্রমণের জেরে তাঁর সেপটিক শক দেখা দিয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা তাঁর চিকিৎসা করছেন। প্রণব মুখোপাধ্যায় গভীর কোমায় আচ্ছন্ন এবং তাঁকে ভেন্টিলেশনে সাপোর্টে রাখা হয়েছে।”

- Sponsored -

গত ৯ অগস্ট বাড়ির শৌচাগারে পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি। তারপর গত ১০ অগস্ট প্রণববাবুকে দিল্লি ক্যান্টনমেন্টের সেনা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে যাওয়ায় কোভিড পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। সেকথা ট্যুইট করে জানান খোদ প্রাক্তন রাষ্ট্রপতি। এরমধ্যে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে অস্ত্রোপচার করা হয় তাঁর। তারপর থেকেই গভীর কোমায় আচ্ছন্ন প্রণব মুখোপাধ্যায়। পুত্র অভিজিৎ বা কন্যা শর্মিষ্ঠাও ট্যুইট করে প্রণব মুখোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনার জন্য প্রার্থনা করতে বলেন সকলকে। এরপর প্রণববাবুর সুস্থতা কামনা করে হোমযজ্ঞ থেকে শুরু করে প্রার্থনা সবই হচ্ছে দেশজুড়ে।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.