চিৎপুরে প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন, ১৫টি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে
নিজস্ব সংবাদদাতা : ফের শহরে ভয়াবহ আগুন। চিৎপুর এলাকার নয়াপট্টিতে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে পৌঁছয় দমকলের ১৫টি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় দমকল বাহিনীকে। প্রায় ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নেভে।এখনও পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। তবে প্রাথমিক অনুমান শর্টসার্কিট থেকেই আগুন লাগতে পারে।
চিৎপুরে প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন pic.twitter.com/39S6CElxYn
— Bengal Fast (@bengal_fast) October 12, 2020
এদিন দুপুর ১টা নাগাদ প্রথমে প্লাস্টিক কারখানায় আগুন লাগার খবর পায় দমকল বাহিনী। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। প্রথমেই ৮টি ইঞ্জিন পৌঁছয় ঘটনাস্থলে। কারখানার ভিতরে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি আয়ত্তে আনতে পাঠানো হয় আরও ৭টি ইঞ্জিন। কারখানায় অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল কিনা, তা খতিয়ে দেখছে দমকল আধিকারিকরা। কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দমকল সূত্রে খবর।
Comments are closed.