মহামারী সংক্রমণ সংশোধনী বিলকে একহাত ডেরেক ও’ব্রায়েনের

বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি
মহামারী সংক্রমণ সংশোধনী বিল-২০২০ শনিবারে রাজ্যসভায় পেশ করেন স্বাস্থ্যমন্ত্রীর হর্ষ বর্ধন। এদিন সেই বিল সংক্রান্ত বিতর্কে যোগ দিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আক্রমণের পাশাপাশি রাজ্য সরকারের পদক্ষেপের কথা তুলে ধরলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন।
ডেরেক ও’ব্রায়েন বলেন, লোকসভা নির্বাচনে বিজেপি সারা দেশজুড়ে ৩০৩টি আসন পেলেও বাংলা, পাঞ্জাব, তেলাঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, কেরল, দিল্লি, রাজস্থানের মতো রাজ্যগুলিতে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। কেন্দ্রীয় সরকারের এই বিলের প্রসঙ্গ বলতে গিয়ে ২০১৭ সালে রাজ্য সরকারের আনা ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশনের কথা বলেন ডেরেক ও’ব্রায়েন। কেন্দ্রীয় সরকার অর্ডিন্যান্স-রাজ চালু করেছে বলেও অভিযোগ তোলেন তিনি। এই বিলে রাজ্যগুলির প্রতি কেন্দ্রীয় সরকার সাংবিধানিক সীমা লংঘন করেছে বলেও মন্তব্য করেন ডেরেক। তাঁর কথায় কেন্দ্র সরকার বিলে যে কথাগুলো বলেছে তাদের মধ্যে রয়েছেন চিকিৎসক, নার্স, ওয়ার্ড বয়দের প্রসঙ্গ। যদিও রাজ্য সরকার সমস্ত স্বাস্থ্যকর্মী যার মধ্যে রয়েছেন আশাকর্মীরাও, তাদের জন্য বিমা-সহ একাধিক পদক্ষেপ করেছে।
Comments are closed.