রাজ্যে ৮০০ কোম্পানি বাহিনী! আইনশৃঙ্খলা নিয়ে আজ বৈঠকে ডেপুটি নির্বাচন কমিশনার

নিজস্ব সংবাদদাতা : বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে বুধবার বৈঠকে বসছেন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন। রাজ্যের সব জেলার জেলাশাসক, পুলিশ কমিশনার ও রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে করবেন জৈন। সূত্রের খবর, সমস্ত জেলার সার্বিক রিপোর্ট পর্যালোচনা করা হবে বৈঠকে। সেই রিপোর্ট নিয়ে আগামী পন্থা ঠিক করবে নির্বাচন কমিশন।
এদিকে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন অবাধ করার লক্ষ্যে ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে জরুরি বৈঠক সেরে রেখেছে নির্বাচন কমিশন। বাংলার নির্বাচন নিয়ে রাজনৈতিক উত্তাপ এতটাই বেড়েছে যে কমিশনের কাছে সুষ্ঠু নির্বাচন করাই এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই কোনও রকম ফাঁকফোকর রাখতে চাইছে না কমিশন। সূত্রের খবর, বাংলার নির্বাচনের জন্য প্রায় ৮০০ কোম্পানি বাহিনী কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের কাছে চেয়েছে কমিশন। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈনের প্রশাসনিক মহলে বৈঠক থেকেই বোঝা যাচ্ছে বাংলার নির্বাচনকে খুবই গুরুত্ব দিচ্ছে কমিশন।
Comments are closed.