Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

জেলাশাসককে ডেপুটেশন পশ্চিম মেদিনীপুর কেবল টিভি ও ব্রডব্যান্ড অপারেটরদের

নিজস্ব সংবাদদাতা : নিজেদের সমস‍্যার কথা জানিয়ে পশ্চিম মেদিনীপুর কেবল টিভি ও ব্রডব্যান্ড অপারেটর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুক্রবার পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক ও জেলা পুলিশ সুপারের দফতরে ডেপুটেশন দেওয়া হল। জেলাশাসকের পক্ষে ডেপুটেশন গ্রহণ করেন অতিরিক্ত জেলাশাসক প্রণব বিশ্বাস।

- Sponsored -

অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত অপারেটরদের অভিযোগ, কোনও একটি নামিদামি সংস্থা কেবল টিভি গ্রাহকদের ভুল বুঝিয়ে, বিভ্রান্ত করে কেবল টিভি সার্ভিস ও ব্রডব্যান্ড সার্ভিস দেওয়ার চেষ্টা চালাচ্ছে। গ্রাহকদের অনেক কম মূল্যে কেবল টিভি দেখার সুযোগ করে দেওয়ার মিথ্যা প্রচার চালিয়ে প্ররোচিত করছে। যার ফলে ব্যবসায় ক্ষতির সম্মুখীন হচ্ছেন জেলার শতাধিক কেবল টিভি ও ব্রডব্যান্ড অপারেটররা।

ওই বিশেষ সংস্থার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে এদিন অতিরিক্ত জেলাশাসককে ডেপুটেশন দেন অ্যাসোসিয়েশনের সদস্যরা। উপস্থিত ছিলেন অরুণ চৌধুরী, জয়ন্ত মণ্ডল, শক্তি মাসান্ত, সঞ্জয় দত্ত, দুলাল কুণ্ডু, সুরজ গুরুং, সুকান্ত বসু, অরুণাভ বসু প্রমুখ।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.