নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় সমাজবিরোধীদের জমায়েত! কমিশনে অভিযোগ তৃণমূলের

নিজস্ব সংবাদদাতা : নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় সমাজবিরোধীদের জমায়েত করেছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী, এই অভিযোগ তুলে নির্বাচন কমিশনে হাজির তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রামে ‘বহিরাগত’দের আনাগোনা নিয়ে এদিন দুপুরে তৃণমূলের তিন প্রতিনিধি ডেরেক ও’ব্রায়েন, সুব্রত মুখোপাধ্যায়, শশী পাঁজা জমা দিলেন স্মারকলিপি।
নন্দীগ্রামে প্রচারসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিযোগ করেন, ‘২০০৭-এ সিপিএমের কায়দায় ক্যাডারদের পুলিশের পোশাক পরিয়ে ভয় দেখাচ্ছে বিজেপি। ‘দুষ্কৃতী’রা বিহার, উত্তরপ্রদেশ পুলিশের পোশাক পরে নন্দীগ্রামে ঢুকছে।’ অন্যদিকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীও এদিন নন্দীগ্রামে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সব বুথে কেন্দ্রীয় পুলিশ থাকবে। দাদার পুলিশ থাকবে। দিদির পুলিশ থাকবে না। উৎসবে ভোট করবেন।’
নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে তৃণমূল-বিজেপি দুই পক্ষই পরস্পরে উপর চাপ সৃষ্টি করতে তৎপর। আগামী ১ এপ্রিলের ভোটের আগে নন্দীগ্রামে বিভিন্ন হোটেল-লজে পুলিশের পোশাক পরে ‘দুষ্কৃতী’রা ঢুকছে বলে অভিযোগ করল তৃণমূলের প্রতিনিধিদল। দলনেত্রীর অভিযোগকে মান্যতা দিয়ে তৃণমূলের প্রতিনিধি দল বিভিন্ন হোটেলের নাম উল্লেখ করে নির্বাচন কমিশনকে ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছে। পাশাপাশি বিজেপিশাসিত রাজ্যগুলি থেকে যেন কোনও পুলিশ মোতায়েন না করা হয়, সে বিষয়েও কমিশনকে আবেদন করেছে তৃণমূল।
Comments are closed.