Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

এরিকসেনের অনুপ্রেরণায় স্বপ্ন সফল, ৯২-এর স্মৃতি উসকে দিচ্ছে ডেনমার্ক

সাম্যজিৎ ঘোষ

হয়তো নিজেরাও ভাবেনি তারা, শেষ ষোলোয় পৌঁছতে পারবে। যে কারণে সম্ভবত কিছুটা অপ্রত্যাশিত স্বপ্ন পূরণ হওয়ায় উৎসবে মাতল ডেনমার্ক। রঙিন ক্যানভাসে বন্দি থাকল ড্যানিশ ফুটবলারদের সেলিব্রেশনের মুহূর্তগুলি।

অপ্রত্যাশিত সাফল্য। গ্রুপ-বি-র যে দল ২ ম্যাচ খেলে কোনও পয়েন্টই পায়নি, তারাই ইউরো কাপের শেষ ষোলোয় সরাসরি পৌঁছে গেল। স্বাভাবিক ভাবেই উচ্ছ্বাসের বাঁধ ভাঙল ডেনমার্কের। যেন মনে করাচ্ছিল ১৯৯২ ইউরো কাপকে। সেবার যুগয়েলাভিয়া রাজনৈতিক কারণে বাতিল হয়ে যায়। ছুটিতে থাকা ড্যানিশ দলকে শেষ মুহুর্তে অংশ নিতে বলা হয়। আর তারপর ইতিহাস। একেবারে আনকোরা দল হয়ে চ্যাম্পিয়ন হয় তারা।

- Sponsored -

যদিও টুর্নামেন্টে এখনও অনেক বাকি। কিন্তু এভাবেও ফিরে আসা যায়। দলের গুরুত্বপূর্ণ ফুটবলার ক্রিষ্চিয়েন এরিকসেন হৃদরোগে আক্রান্ত হয়ে ম্যাচের মধ্যেই লুটিয়ে পড়েছিলেন। জীবন-মরণের টানাটানি দেখতে হয়েছিল সতীর্থদের। এর পরেও ঘুরে দাঁড়িয়ে পরের পর্বে যাওয়া ডেনদের হার না মানা মানসিকতার পরিচয়। ম্যাচের আগে এরিকসেন সতীর্থদের সঙ্গে দেখা করে উদ্বুদ্ধ করেছিলেন। শেষ ম্যাচে রাশিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে এরিকসেনকে উপহার দিল সতীর্থরা।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.