Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

স্টাফ স্পেশাল ট্রেনে উঠতে দিতে হবে! হাওড়া স্টেশনে যাত্রী বিক্ষোভ

অনুপ রায়

স্পেশাল ট্রেনে উঠতে দিতে হবে এই দাবি নিয়ে ধুন্ধুমার হাওড়া স্টেশন। স্পেশাল ট্রেনে ওঠা নিয়ে এদিন বিকাল ৫টা নাগাদ জিআরপি এবং আরপিএফের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন যাত্রীরা। তাদের অভিযোগ, মেট্রোরেল বা অন্যান্য যানবাহন চালু হলেও লোকাল ট্রেন কেন চলবে না। একই সঙ্গে বিক্ষোভকারীদের অভিযোগ রেল কর্মচারীদের জন্য স্টাফ স্পেশাল ট্রেন চললেও তাদের জন্য নয় কেন? তাদেরও স্টাফ স্পেশাল ট্রেনে উঠতে দিতে হবে। বিক্ষোভরত যাত্রীদের স্টেশনে ঢুকতে বাধা দেয় রেল পুলিশ। এতে ক্ষুব্ধ হয়ে বিক্ষোভকারীরা গেট ভেঙে ফেলার চেষ্টা করেন বলে অভিযোগ রেল প্রশাসনের। অন্যদিকে যাত্রীদের অভিযোগ বিনা প্ররোচনায় মহিলা যাত্রীদের উপর লাঠিচার্জ করেছে জিআরপি।

- Sponsored -

করোনা আবহে লকডাউনে টানা বন্ধ রেল পরিষেবা। আনলক চালু হওয়ার পর মানুষের যাতায়াতের সবচেয়ে বড় গণপরিবহন লোকাল ট্রেন এখনও চালু হয়নি। আর লকডাউনের মধ্যে স্টাফ স্পেশাল ট্রেন চলাচল শুরু করে দিয়েছে রেল। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন স্টেশনে গত কয়েকদিন যাত্রী বিক্ষোভ শুরু হয়েছে। লোকাল ট্রেন চালুর দাবি নিয়ে আজ হাওড়া স্টেশনে যাত্রী বিক্ষোভ তারই বহিঃপ্রকাশ।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.