হায়দরাবাদের বিজয় রথ থামিয়ে প্রথমবার আইপিএল ফাইনালে দিল্লি
অমিয় রায়
রবিবার আইপিএল কোয়ালিফায়ার ২-এর হাড্ডাহাড্ডি লড়াইয়ে একাই হায়দরাবাদের ফাইনালে যাওয়ার আশায় জল ঢেলে দিলেন মার্কাস স্টোইনিস। ব্যাট হাতে ৩৮ রানের ঝোড়ো ইনিংশের পাশাপাশি সানরাইজার্স হায়দরাবাদের ৩টি গুরুত্বপূর্ণ উইকেটও তুলে নেন তিনি। রাবাডাও নিয়েছেন ৪ উইকেট। দুর্দান্ত ফর্মে থাকা ওয়ার্নারের হায়দরাবাদকে ১৭ রানে হারিয়ে আইপিএল ফাইনালে পৌঁছে গেল দিল্লি ক্যাপিটালস৷ এই প্রথমবার আইপিএল ফাইনালে পৌঁছাল দিল্লি। মঙ্গলবার দুবাইতে আইপিএল ফাইনালের ডুয়েল মুম্বই বনাম দিল্লি।
এদিনের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লির ক্যাপ্টেন শ্রেয়স আয়ার। ধাওয়ান এবং স্টোইনিস ইনিংসের শুরুটাও দুর্দান্ত করেন। দু’জনেরই মারমুখী ব্যাটিংয়ে ভর করে ওভার প্রতি ১০ রানের গড়ে রান তুলতে থাকে দিল্লি। স্টোইনিস যখন ব্যক্তিগত ৩৮ রানে আউট হন তখন দিল্লির স্কোরবোর্ডে ৮.২ ওভারে ৮৬ রান। শুরুটা একই ছন্দে করেও ২১ রানে আউট হয়ে যান শ্রেয়সও। এরপর ৫০ বলে ৭৮ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন ধাওয়ান। ২২ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থেকে যান সিমরন হেটমেয়ার। নির্ধারিত ২০ ওভারের শেষে ৩ উইকেটে শ্রেয়স আয়ারের দল তোলে ১৮৯ রান।
জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হতে হয় সানরাইজার্স হায়দরাবাদকে। মাত্র ২ রানে ওয়ার্নার, ১৭ রানে প্রিয়ম গর্গ আর মনীশ পাণ্ডে আউট হয়ে ফিরে যান। এরপর উইলিয়ামসন আবদুল সামাদকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। ৪৫ বলে ৬৭ রান করে উইলিয়ামসন আউট হয়ে ফিরতেই হায়দরাবাদের ফাইনালে যাওয়ার লড়াই কার্যত শেষ হয়ে যায়। এর পর ১৯তম ওভারে পরপর দু’বলে আবদুল সামাদ (৩৩) আর রশিদ খানকে (১১) আউট করে ম্যাচ দিল্লির হাতের মুঠোয় এনে দেন রাবাডা। হ্যাটট্রিক ফসকালেও একই ওভারে শ্রীবৎস গোস্বামীকেও আউট করেন রাবাডা। ফলে ১৭ রানে ম্যাচ জিতে প্রথমবার আইপিএল এর টিকিট নিশ্চিত করল দিল্লি।
Comments are closed.