লালকেল্লায় তাণ্ডবের অন্যতম ‘চক্রী’ ইকবাল সিংকে গ্রেফতার দিল্লি পুলিশের

নিজস্ব সংবাদদাতা: প্রজাতন্ত্র দিবসে লালকেল্লায় তাণ্ডবের অন্যতম ‘চক্রী’ ইকবাল সিংকে বুধবার গ্রেফতার করল দিল্লি পুলিশের বিশেষ সেল। তাঁকে পঞ্জাবের হোসিয়ারপুর থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবারই এই ঘটনার ‘মূল চক্রী’ দীপ সিধুকে পঞ্জাবের জিরাকপুর থেকে গ্রেফতার করেছিল দিল্লি পুলিশ। আরও দুই চক্রীর খোঁজ চালাচ্ছিল তারা। তাঁদের মধ্যে একজন এই ইকবাল। সেদিনের ঘটনার পর থেকে ফেরার ছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে লালকেল্লায় হিংসা ছড়ানোর অভিযোগ রয়েছে। ইকবালের খবর বা তাঁর গতিবিধি সম্পর্কে খোঁজ দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কারের কথা ঘোষণা করেছিল পুলিশ।
Comments are closed.