Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

রাজধানীতে বড় নাশকতার ছক বানচাল দিল্লি পুলিশের, গ্রেফতার আইসিস জঙ্গি 

নিজস্ব সংবাদদাতা : তুমুল গুলির লড়াইয়ের পর আইইডি বিস্ফোরক-সহ এক আইসিস জঙ্গিকে গ্রেফতার করল দিল্লি পুলিশের স্পেশাল সেল। শুক্রবার রাতে ১১.৩০টা নাগাদ আবু ইউসুফ নামে ওই সন্দেহভাজন আইসিস সদস্যকে গ্রেফতার করে দিল্লি পুলিশের স্পেশাল সেল। তার কাছ থেকে দুটি ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস এবং একটি পিস্তল পাওয়া যায়। দিল্লিতে একটি লোন উলফ অ্যাটাকের পরিকল্পনা সে করছিল বলে বিশেষ সূত্রে জানতে পারে পুলিশ।

- Sponsored -

গোপন সূত্রে খবর আসে, করোল বাগ ও ধৌলা কুঁয়া এলাকার মাঝামাঝি জায়গায় এক জঙ্গি লুকিয়ে রয়েছে। এরপরই ওই এলাকায় তল্লাশি শুরু করে দিল্লি পুলিশের স্পেশাল সেল। তারা যখন করোল বাগ ও ধৌলা কুঁয়া এলাকার মধ্যবর্তী এলাকায় থাকা বুদ্ধ জয়ন্তী পার্কের কাছে তল্লাশি চালাচ্ছিল, তখন ওই আইএসআইএস জঙ্গির সঙ্গে গুলির লড়াই শুরু হয়। বেশ কিছুক্ষণ উভয়পক্ষের মধ্যে তুমুল গুলির লড়াই চলার পর আবু ইউসুফ নামে ওই আইসিস জঙ্গিকে গ্রেফতার করা সম্ভব হয়। ধৃতের কাছ থেকে আইইডি বিস্ফোরক ও একটি পিস্তল বাজেয়াপ্ত করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় তল্লাশি চালাচ্ছেন এনএসজি কমান্ডোরা। ডেপুটি পুলিশ সুপার প্রমোদ সিংহ কুশওয়া জানান, শুক্রবার গভীর রাতে ধৌলা কুঁয়া এবং করোলবাগের মাঝে রিজ রোডে পুলিশের সঙ্গে আবু ইউসুফ খানের গুলির লড়াই চলে। তার পরই তাকে গ্রেফতার করে পুলিশ।

দিল্লি পুলিশের স্পেশাল সেলের ডিসিপি প্রমোদ সিং খুশওয়া জানান, ‘দিল্লির ধৌলা কুঁয়া এলাকা থেকে সক্রিয় একজন আইসিস সদস্যকে গ্রেফতার করেছে স্পেশাল সেল। দুটি ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস পাওয়া গিয়েছে ধৃতের কাছ থেকে।’ পুলিশ সূত্রে খবর, সন্দেহভাজন ব্যক্তি দিল্লির বিভিন্ন এলাকা ঘুরে দেখেছিল। একার হাতে সন্ত্রাসবাদী হামলা চালানোর পরিকল্পনা সে করছিল বলে সন্দেহ করা হয়েছে। এই বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.