টোকিও অলিম্পিকে শেষ আটে দীপিকা কুমারী, জয় সিন্ধুরও, মহিলা বক্সিংয়ে দুর্দান্ত পূজা রানি

সাম্যজিৎ ঘোষ
টোকিও অলিম্পিকে পঞ্চম দিন তিরন্দাজিতে মিশ্র ফল ভারতের। মহিলাদের ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টে শেষ ষোলোয় যোগ্যতা অর্জন করলেন দীপিকা কুমারী। প্রথমে শেষ ৩২ রাউন্ডে ভুটানের কর্মাকে ৬-০ সেটে হারান দীপিকা। এরপর শেষ ১৬ রাউন্ডে আমেরিকার জেনিফার ফার্নান্ডেজকে ৪-২ সেটে হারিয়ে শেষ আটে যোগ্যতা পেয়ে যান দীপিকা। অন্যদিকে পুরুষ তিরন্দাজিতে প্রবীণ যাদব শুরু করেছিলেন দারুণভাবে। বিশ্বের দু’নম্বর রাশিয়ার বাজারঝাপভকে ৬-০ সেটে হারিয়ে শেষ ষোলোর যোগ্যতা পেয়েছিলেন প্রবীণ। কিন্তু এই রাউন্ডে বিশ্বের একনম্বর ব্রেডি এলিসনের কাছে সরাসরি সেটে হেরে বিদায় নেন। অন্য প্রতিযোগী তরুণদীপ রাইও ছিটকে যান।
অন্যদিকে মহিলাদের ব্যাডমিন্টনে কোয়ার্টার ফাইনালে উঠলেন পিভি সিন্ধু। এদিন গ্রুপের ম্যাচে দ্বিতীয় জয় পেয়ে নকআউট পর্বে যোগ্যতা পেয়ে যান গতবারের রুপোজয়ী এই ভারতীয় কন্যা। সিন্ধু হংকংয়ের চিউংকে সরাসরি ২১-৯, ২১-১৬ পয়েন্টে হারিয়ে দেন ৩০ মিনিটের কিছু বেশি সময়ে।
এদিকে মহিলাদের বক্সিংয়ে ফের পদক জয়ের হাতছানি। ৭৫ কেজি মিডল ওয়েট বিভাগে পূজা রানি দুর্দান্ত পারফর্ম করে কোয়ার্টার ফাইনালে উঠলেন। এই ইভেন্টে শেষ ষোলোর রাউন্ডে পূজা সরাসরি ৫-০ পয়েন্টে হারিয়ে দেন আলজিরিয়ার ইচরাক ছাইবকে। এশিয়ান গেমসে ২০১৪-য় ব্রোঞ্জ পদকজয়ী পূজা, লাভলিনার মতোই আরও একটি পদক জয়ের সম্ভাবনা জাগিয়ে তুললেন।
Comments are closed.