‘৭৫-এর ইমারজেন্সির সিদ্ধান্ত ভুল ছিল’! ইন্দিরা গান্ধির সিদ্ধান্তের সমালোচনায় রাহুল গান্ধি

নিজস্ব সংবাদদাতা : সামনেই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। তার আগেই বিস্ফোরক মন্তব্য করলেন রাহুল গান্ধি। মঙ্গলবার আমেরিকার কর্নেল ইউনিভার্সিটির অধ্যাপক তথা অর্থনীতিবিদ কৌশিক বসুর সঙ্গে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে অকপট আলোচনায় প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির জরুরি অবস্থা প্রয়োগ ভুল ছিল, এমনই বিস্ফোরক মন্তব্য করেন রাহুল গান্ধি।
LIVE: My interaction with Prof Kaushik Basu @Cornell University https://t.co/GfErZtSpW2
— Rahul Gandhi (@RahulGandhi) March 2, 2021
আলোচনায় রাহুল বলেন, ‘‘আমার ঠাকুমার সব সিদ্ধান্তই যে ঠিক ছিল তাও নয়। জরুরি অবস্থা প্রয়োগ অবশ্যই বড় ভুল সিদ্ধান্ত ঠাকুমার। তবে জরুরি অবস্থা প্রয়োগ করলেও কংগ্রেস কিন্তু স্বশাসিত সংস্থাগুলিকে কব্জা করার চেষ্টা করেনি। কংগ্রেস কখনও দেশের গণতন্ত্রে আঘাত হানেনি। কিন্তু বর্তমান কেন্দ্রীয় সরকার তাই করছে। দেশের স্বশাসিত সংস্থাগুলি নিয়ন্ত্রিত হচ্ছে আরএসএসএর কর্মী দ্বারা। যদি আমরা ক্ষমতায় ফিরে আসি তবে অবশ্যই এই স্বশাসিত সংস্থাগুলিকে মুক্ত করার চেষ্টা করব।’’
এদিকে রাহুল গান্ধির এই মন্তব্য কি পাঁচ রাজ্যে বিজেপিকে অনেকটা সুবিধা করে দিল? সেটা অবশ্য সময়ই বলবে। তবে বিজেপি যে এই মন্তব্য নিয়ে সুর চড়াবে পাঁচ রাজ্যের নির্বাচনী প্রচারে তা বলার অপেক্ষা রাখে না।
Comments are closed.