Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের সহকারী ম‍্যাসিওর কোলাঘাটের দয়ানন্দ গরানী

নিজস্ব সংবাদদাতা : কোলাঘাট তথা পূর্ব মেদিনীপুরের ক্রিকেট মহলে খুশির হাওয়া। থ্রো ডাউন বোলার কাম সহকারী ম‍্যাসিওর হিসেবে ভারতীয় সিনিয়র ক্রিকেট টিমে সুযোগ পেলেন পূর্ব মেদিনীপুরে জেলার কোলাঘাটের দয়ানন্দ গরানী। ১২ নভেম্বর, ২০২০ বৃহস্পতিবার  ভারতীয় দলের সাথে অস্ট্রেলিয়া সফরে উড়ে যাচ্ছেন দয়ানন্দ। ভারতীয় দলে তাঁর এই সুযোগে খুশির হাওয়া গোটা অবিভক্ত মেদিনীপুর তথা বাংলার ক্রিকেটপ্রেমী মহলে। এবারের আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাব টিমে ও বিগত প্রায় পাঁচ বছর ধরে অন্ধ্রপ্রদেশ রঞ্জি টিমে তাঁর লাগাতার ভালো পারফরম্যান্স তাঁকে এই সুযোগ এনে দিল।

- Sponsored -

দয়ানন্দের এই সুযোগ শুধু ওর নিজের গ্রাম পূর্ব মেদিনীপুররের কোলাঘাট জামিত্যার কাছেই নয় গোটা পশ্চিমবঙ্গবাসীর কাছেও আনন্দের ও গর্বের। বাংলার ক্রিকেট ইতিহাস থেকে মোটামুটি ভাবে পাওয়া তথ্য অনুযায়ী এর আগে কোনও বাঙালি ম্যাসিওর কাম থ্রো ডাউন বোলার হিসেবে ভারতীয় দলে সুযোগ পাননি। যদিও থ্রো ডাউন বোলাররা বর্তমান ক্রিকেটে উল্লেখযোগ্য জায়গা করে নিয়েছে। দয়ানন্দ ডান হাতে প্রায় ১৬০ কিলোমিটার এবং বাম হাতে প্রায় ১৩০ কিলোমিটার গতিবেগে থ্রো ডাউন বল করতে পারেন। দু হাতে লাগাতার বল ছোড়া ও ফিটনেস ধরে রাখা অত্যন্ত কঠিন এক কাজ, যা তিনি নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে তা ধরে রেখেছেন।

আজ থেকে প্রায় পনেরো-ষোল বছর আগে জামিত্যা গ্রাম থেকে একটি কমবয়সি ছেলে “কোলাঘাট ক্রিকেট ক্লাব ৮০”-তে এসেছিল নেহাতই ক্রিকেট অনুশীলনের জন্য। ছিপছিপে দেহের গড়ন। অসম্ভব বডি ফিটনেস। ছোট থেকেই নিজের ইচ্ছাতেই খুব সুন্দর ম্যাসাজ করতে পারতেন। মিডিয়াম পেস বল করতেন। সেই সুবাদে কলকাতায় যাওয়া। পরবর্তীকালে পুলিশ ক্লাবের সাথে যুক্ত হওয়া। মাঝে নিজেকে মূল খেলা থেকে সরিয়ে স্পোর্টসের ফিটনেস ট্রেনিংয়ের দিকে অর্থাৎ ম্যাসিওর হিসেবে প্রতিষ্ঠিত করতে ব‍্যস্ত ছিলেন। ইতিমধ্যে স্ট্রেংথ অ্যান্ড স্ট্যামিনা সংক্রান্ত কোর্স করে নিয়েছিলেন। তারপরেই অন্ধ্রপ্রদেশ রঞ্জি টিমে ফিল্ডিং কোচ কাম ফিজিও হিসেবে সুযোগ পাওয়া তাঁর জীবনের প্রথম সাফল্য। আর এই সাফল্যের পেছনে বাংলা রঞ্জি দলের ট্রেনার সঞ্জীব দাস (হারুদা) তাঁর অবদান অনস্বীকার্য। তারপর ২০২০ সালে আইপিএলে এবং ভারতীয় দলে সুযোগ। সারা পৃথিবীময় এক কঠিন সময়ে দয়ানন্দের এই জোড়া সাফল্যে খুশি তাঁর শুভাকাঙ্ক্ষীরা।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.