বাবার সম্পত্তিতে সারাজীবন অধিকার থাকবে মেয়ের, যুগান্তকারী রায় শীর্ষ আদালতের
শুভাশিস মণ্ডল
পৈতৃক সম্পত্তিতে সমান অধিকার রয়েছে মেয়েদের। যুগান্তকারী রায় দিল দেশের শীর্ষ আদালত। বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ মঙ্গলবার হিন্দু-আনডিভাইডেড ফ্যামিলি প্রপার্টিতে মেয়েদের পক্ষে রায় দৃষ্টান্ত স্থাপন করলেন। রায়ে এও জানানো হয়েছে যে, হিন্দু উত্তরাধিকার আইন ২০০৫-এর (The Hindu Succession (Amendment) Act, 2005) সংশোধনের সময় বাবা বেঁচে থাকুক বা না থাকুক সকল মেয়েদেরই পৈতৃক সম্পত্তিতে সুবিধা পাওয়ার অধিকার রয়েছে।
শীর্ষ আদালতে পৈতৃক সম্পত্তিতে মেয়েদের সমান অধিকার আছে কিনা তা নিয়ে একাধিক মামলা হয়। ২০১৬ সালে সুপ্রিম কোর্টে করা প্রকাশ বনাম ফুলবতী মামলায় জানানো হয় ২০০৫ সালে হিন্দু উত্তরাধিকার আইনের সংশোধনী কার্যকর হওয়ার আগের ঘটনা কার্যকর হবে না। এরপরই আবার ২০১৮ সালের অন্য আরেকটি মামলার প্রেক্ষিতে এই আইন কার্যকর হবে বলে জানায় সুপ্রিম কোর্ট। এই জটিলতায় পৈতৃক সম্পত্তির অধিকার নিয়ে সংশয় তৈরি হয়।
সংশয় কাটাতে এদিন তিন বিচারপতির বেঞ্চের বিচারপতি অরুণ মিশ্র দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেন, ‘একটা মেয়েই সারাজীবন বাবা-মায়ের আদরের মেয়ে হয়ে থাকেন। কিন্তু সম্পত্তির মালিক বেঁচে থাকুক আর না থাকুক, সেই সম্পত্তির উপর মেয়ের সারাজীবন অধিকার থাকবেই।’ সুতরাং ২০০৫ সালে হিন্দু উত্তরাধিকার আইনের ৬ নম্বর ধারা অনুযায়ী পৈতৃক সম্পত্তিতে মেয়েদের সমানাধিকার থাকবে।
Comments are closed.