চেক মেট ডাচ জয়রথ, শিক-হোলসের গোলে জয় চেক রিপাবলিকের

সাম্যজিৎ ঘোষ
আরও একবার চেক কাঁটাতারে আটকে গেল ডাচরা। ইউরো কাপের ইতিহাসে মাত্র একবার চেকদের হারাতে পেরেছে নেদ্যারল্যান্ডস। সাবেক চেকস্লোভাকিয়া একবার এবং তার ভাঙ্গনের পর চেক রিপাবলিক হয়ে এই নিয়ে দুবার হারল ডাচবাহিনী। ২০০০ সালের ইউরো কাপে বর্তমান কোচ ফ্রাঙ্ক ডি বোরের গোলে চেকদের হারিয়ে ছিল ডাচরা। শেষবার ২০০৪-এও বর্তমান সহকারী কোচ নিস্তেলরুই গোল করলেও হারতে হয় হল্যান্ডকে।
🇨🇿 Impressive Czech Republic side celebrate reaching the quarter-finals 🎉@ceskarepre_eng | #EURO2020 pic.twitter.com/9XybqfNd8e
— UEFA EURO 2020 (@EURO2020) June 27, 2021
এবার গ্রুপে সব ম্যাচ জিতে শেষ আটে ওঠায় এই দ্বৈরথে কিছুটা এগিয়ে ছিল ডিপেইরা। কিন্তু ইতিহাস পালটাল না। লাল কার্ড দেখে ডি’লাইট বেরিয়ে যেতে আরও পিছিয়ে পড়ল ডাচরা। কমলা ঝড় ওঠার কোনও সুযোগ দেয়নি চেকরা। দ্বিতীয়ার্ধে ম্যাচের রাশ হাতে নিয়ে নেয় শিক-হোলসরা। বাড়তি প্লেয়ারের সুযোগ নিয়ে দুটি চমৎকার গোল শেষ আটে নিয়ে গেল চেক দলকে। গোল করেন হোলস ও শিক। এই ইউরোয় চারটি গোল হয়ে গেল শিকের। অন্যদিকে শেষ ১০ ম্যাচ না হেরেও এবার চেক মেট হল ডাচ জয়রথ।
Comments are closed.