বিজেপির মিছিলে বহিরাগতদের ভিড়, দাবি অনুব্রতর

নিজস্ব সংবাদদাতা: বোলপুরের লাল মাটিতে মেগা রোড শোর জনস্রোত দেখে যখন বিজেপি নেতৃত্বের উন্মাদনা তুঙ্গে তখন ‘বহিরাগত’ তত্ত্ব খাঁড়া করলেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।
এদিন বিজেপির মিছিলের এই ভিড়কে কার্যত উড়িয়ে দিয়ে অনুব্রত বলেন, ‘বিজেপি বহিরাগতদের এনে এই ব়্যালি করছে। আমি জেলার লোক নিয়ে মিছিল করি। কয়েকটা ব্লক নিয়ে মিছিল করলেই এর থেকে বেশি ভিড় জমিয়ে দিতে পারি। বোলপুরে অমিত শাহের মিছিলে পড়শি রাজ্য ঝাড়খণ্ড থেকে বহু মানুষ এসেছেন। সেইসঙ্গে অনেকে কাটোয়া থেকে এসেছেন।’ পাশাপাশি তাঁর আরও দাবি, ‘মুর্শিদাবাদ থেকে ১০০-র বেশি গাড়ি করে লোক এসেছে মিছিলে। সোনার বাংলা গড়ব বলছে! সোনার ভারত গড়ুক আগে। বীরভূমে সবকটা আসন আমরাই পাব।’
বোলপুরের ডাকবাংলো মোড় থেকে চৌরাস্তা পর্যন্ত বিজেপির এই মিছিলকে কার্যত উড়িয়ে দেই অনুব্রত হুঁশিয়ারির সুরে আরও বলেন, ‘‘আগামী ৪ জানুয়ারি থেকে জেলার বিভিন্ন এলাকায় সভা শুরু হবে। প্রতিটা ব্লকে ৮০ হাজার করে লোক থাকবে। এসব আমাদের কাছে কোনও ব্যাপার নয়।’
Comments are closed.