কটালের জলোচ্ছ্বাস দেখতে উপচে পড়া ভিড় হাওড়ায়
নিজস্ব সংবাদাতা : পূর্বাভাস ছিলই। আজ অর্থাৎ ২৬ জুন গঙ্গায় ভরা কটালে জোয়ারের বান আসবে। কটালের জলোচ্ছ্বাস দেখতে এ দিন সকাল থেকেই হাওড়ায় গঙ্গার ঘাটগুলোয় প্রচুর মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। পূর্বাভাস অনুযায়ী কটালের ঢেউ আছড়ে পড়ল গঙ্গার পাড়-সহ ঘাটগুলিতে। ঢেউয়ের অপরূপ দৃশ্য ক্যামেরাবন্দি করে মুগ্ধ মানুষজনেরা।
কটালের জলোচ্ছ্বাস দেখতে হাওড়ায় গঙ্গার ঘাটগুলোয় প্রচুর মানুষের ভিড়। pic.twitter.com/Qf0A5hG8zl
— Bengal Fast (@bengal_fast) June 26, 2021
এদিন হাওড়ার গঙ্গার ঘাটগুলিতে প্রচুর মানুষের ভিড় দেখা যায় ভরা কটালের জোয়ারের বান দেখার জন্য। কচিকাঁচা থেকে বড়রা– মোবাইলে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত কটালের দৃশ্য। ইতিপূর্বেই হাওড়া প্রশাসনের তরফ থেকে গঙ্গাপাড়ের সমস্ত মানুষজনকে সতর্ক করে দেওয়া হয়েছিল। হাওড়ায় বিভিন্ন লঞ্চকে গঙ্গার মাঝখানে সুরক্ষিত ভাবে নোঙ্গর করতে দেখা যায়। সকাল ১১টা ১০ মিনিট নাগাদ গঙ্গায় জোয়ারের ভরা কটাল আছড়ে পড়ল বেলুড়, জগন্নাথ ঘাট, রামকৃষ্ণপুর ঘাটে। কটালে ঢেউয়ের দাপট দেখল গঙ্গাপাড়ের মানুষজন।
Comments are closed.