Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

বিরাট-ওয়ার্নারদের হাইভোল্টেজ ফাইটের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা

সৌরভ রায়

আইপিএলের তৃতীয় ম্যাচে এবার মাঠে ফিরছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তবে টিম ইন্ডিয়ার জার্সিতে নয়। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে সোমবার আইপিএল অভিযান শুরু করছে কোহলি অ্যান্ড কোম্পানি। প্রতিপক্ষ ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই দুই দলের মধ্যে শেষ পাঁচ ম্যাচের পরিসংখ্যানে ২টি করে ম্যাচ জিতেছে দুই দলই। একটি ম্যাচ বাতিল হয়ে যায়। এ বারের আইপিএলে প্রথমবার নেতৃত্ব দেওয়া লোকেশ রাহুলকে বাদ দিলে, সমস্ত অধিনায়কের মধ্যে জেতার হারে কোহালির স্থান সবার শেষে। আইপিএলে অধিনায়ক হিসাবে মোটেই সফল নন ভারত অধিনায়ক।অথচ, ব্যাটসম্যান কোহলি যথারীতি এক নম্বর ভরসা হয়ে টেনেছেন দলকে।

- Sponsored -

আর বিরাটদের দলে রয়েছেন এবি ডিভিলিয়ার্স, অ্যারন ফ্রিঞ্চ, শিবম দুবে, পার্থিপ প্যাটেল, দেবদ্রত পাড্ডিকেলের মতো তারকা ব্যাটসম্যানরা। অন্যদিকে যুগবেন্দ্র চাহাল,ডেইল স্টেন, নভদীপ সাইনি, উমেশ যাদব, বাংলার দক্ষ স্পিনার শাহবাজ আহমেদের মতো দক্ষ বোলিং লাইন।

অন্যদিকে অধিনায়ক ওয়ার্নারের হায়দরাবাদ দলও যথেষ্ট শক্তিশালী। তাদের দলে অবশ্যই নজর থাকবে মনীশ পাণ্ডে, ঋদ্ধিমান সাহা, কেন উইলিয়ামসন, বিজয় শঙ্কর, ভুবনেশ্বর কুমার, শাহবাজ নাদিম, বাংলার শ্রীবৎস্য গোস্বামী, রশিদ খানের মতো তারকাদের দিকে।

তবে টস অবশ্যই ম্যাচে বড় ফ্যাক্টর। বোলিং সহায়ক উইকেটে যারাই টস জিতবেন তারাই প্রথম ফিল্ডিং এর সিদ্ধান্ত নেবেন এটাই স্বাভাবিক। প্রথম ১০ থেকে ১৫ ওভার রান তুলতে যথেষ্ট সমস্যায় পড়তে হচ্ছে ব্যাটসম্যানদের। এই সময়ে পড়ে যাচ্ছে একাধিক উইকেট। আর তাই ম্যাচের শুরুতে নতুন বলে গুরুত্বপূর্ণ উইকেটগুলো তুলে নেওয়ায় লক্ষ্য বোলারদের। সব মিলে বিরাট-ওয়ার্নারের দলের হাড্ডাহাডি লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.