আইপিএল এর নতুন অফিসিয়াল পার্টনার ক্রেড
সৌরভ রায়
ইউএন অ্যাকাডেমির পর আইপিএল ২০২০-এর অফিসিয়াল পার্টনার হল ক্রেড। বেঙ্গালুরুর এই ভারতীয় স্টার্ট-আপ সংস্থা নিয়ে ঘোষণা করে বিসিসিআই। ক্রেড কত দর হাঁকিয়ে যুগ্মভাবে চলতি বছরের আইপিএলের অফিসিয়াল পার্টনার হওয়ার সুযোগ পেয়েছে, তা অবশ্য জানায়নি কোনও পক্ষই। কেবল কঠিন পরিস্থিতিতেও এত কম সময়ে দুই সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধতে পারার খুশিতে সহকর্মীদের বাহবা দিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ড্রিম ইলেভেন আইপিএল ২০২০-এর সঙ্গে ক্রেডের লোগো ইতিমধ্যেই জুড়ে দেওয়া হয়েছে।
এর আগে ইউএন অ্যাকাডেমিকে আইপিএল ২০২০-এর অফিসিয়াল পার্টনার হিসেবে ঘোষণা করেছিল বিসিসিআই। বেঙ্গালুরু-স্থিত এই এডুটেক স্টার্ট-আপ সংস্থার সঙ্গে ২০২২ পর্যন্ত চুক্তি হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায় শিবিরের। সঙ্গে ক্রেডিট কার্ড পেমেন্ট অ্যাপ ক্রেডের জুড়ে যাওয়াকে ইতিবাচক হিসেবেই দেখছে বিসিসিআই। কেবল এ বছরের জন্যই আইপিএলের সঙ্গে যুক্ত হয়েছে ক্রেড।
Comments are closed.