কোভিড সতর্কতায় বার্তাবাহক অটো
বেঙ্গল ফাস্ট : আপাত দৃষ্টিতে একটি অটো। রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। ভেতরের দিকে নজর দিলে আপনার চোখ ছানাবড়া হতেই পারে। অটোজুড়ে সবুজায়ন। বিষয়টি বেশ নতুন। ঠিক তার ওপরেই পরিশ্রুত জলের জায়গা। চালকের পিছনেই রয়েছে সেটি।
এবার একটু যাত্রীদের আসনের দিকে দেখলেই বুঝতে পারবেন কেন এই অটো তাৎপর্যপূর্ণ। এতে রয়েছে বেসিন। তার পাশেই হ্যান্ড স্যানিটাইজার। ডাস্টবিন, তাও আবার শুকনো বর্জ্য ও ভেজা বর্জ্য পৃথক পৃথক জায়গায় ফেলার জন্য। এ তো গেল এই তিনচাকা যানের ভেতরের দৃশ্য। বাইরের দিকেও কিছু কম নজরকাড়া নয়। জ্বলজ্বল করছে কোভিড-১৯ সংক্রমণ রুখতে কিছু বার্তা।
এই গাড়ির পিছনে আবার কোভিড যোদ্ধাদের কুর্ণিশ জানিয়ে একটি বার্তাও রয়েছে। যেখানে চিকিৎসক, মুম্বই পুলিশ, নার্স, বৃহন্মুম্বই মিউনিসিপ্যালিটির কর্মী, হাউসকিপিং, শ্রমিক শ্রেণির কর্মী ও অ্যাম্বুলেন্স চালকদের উল্লেখ রয়েছে। তার নীচেই বিশেষ হেল্পলাইন নম্বর।
One silver lining of Covid 19 is that it’s dramatically accelerating the creation of a Swachh Bharat…!! pic.twitter.com/mwwmpCr5da
— anand mahindra (@anandmahindra) July 10, 2020
এমন প্রশংসনীয় অটোয় রয়েছে ওয়াইফাই। ‘মিস্টার ও মিসেস খিলাড়ি’ নামের এই অটোটি মুম্বইয়ের প্রথম হোম সিস্টেম অটো বলেই বেশ পরিচিত।
এমন চিত্তাকর্ষক যানের ভিডিও শেয়ার করেছেন মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা। এরপর তা নিমেষে মন জিতেছে নেটিজেনদের। হবে নাইবা কেন! এই অভিনব অটোয় বিশেষ ছাড়ও যে রয়েছে। বয়স্ক নাগরিকরা প্রথম এক কিলোমিটার সম্পূর্ণ বিনামূল্যে যেতে পারবেন। নবদম্পতিদের জন্যও রয়েছে বিশেষ ছাড়। অতিমারি করোনা নিয়ে যখন উদ্বেগে মহারাষ্ট্র সরকার তখন মুম্বইয়ের এই অটো যেন হয়ে উঠেছে আস্ত একটি বার্তাবাহক।
Comments are closed.