সাঁতরাগাছিতে মেনস কংগ্রেসের উদ্যোগে ‘কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্প’
নিজস্ব সংবাদদাতা : করোনা দ্বিতীয় ঢেউয়ে জেরবার ভারত। তারমধ্যেই আসন্ন তৃতীয় ঢেউ। ইতিমধ্যেই ২ কোটির মতো টিকার ডোজ হয়ে গিয়েছে বাংলায়। রাজ্যে সংক্রমণ হু হু করে বেড়ে যাওয়ায় কড়া বিধিনিষেধ জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। তবে বিধিনিষেধ জারি হওয়ায় রাজ্যে সংক্রমণ বর্তমানে বেশ নিম্নমুখী। এরই মাঝে রাজ্যের নানান জায়গায় সরকার এবং বেসরকারি উদ্যোগে করোনা টিকা দেওয়ার ক্যাম্পও করা হচ্ছে।
সাঁতরাগাছিতে সাউথ ইস্টার্ন রেলওয়ে মেনস কংগ্রেস (ব্রাঞ্চ-২)-এর উদ্যোগে 'কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্প' pic.twitter.com/SpheoM6kFP
— Bengal Fast (@bengal_fast) June 23, 2021
এবার করোনা টিকা অভিযানে সামিল সাউথ ইস্টার্ন রেলওয়ের শ্রমিক সংগঠন। বুধবার এবং বৃহস্পতিবার সাঁতরাগাছিতে সাউথ ইস্টার্ন রেলওয়ে মেনস কংগ্রেস (ব্রাঞ্চ-২)-এর উদ্যোগে শুরু হয়েছে ‘কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্প’। বেলা ১১টার পর থেকে এই ক্যাম্পে রেলকর্মচারী ও তাঁর পরিবার-পরিজনদের দেওয়া হচ্ছে ‘কোভিশিল্ড’ ভ্যাকসিন। এই ভ্যাকসিনেশন ক্যাম্পে বিশেষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ‘এইচসিজি ইকো ক্যানসার সেন্টার’। পরিবারের সকলকে নিয়ে এক ছাদের তলায় এসে করোনা টিকা পাওয়ায় মেনস কংগ্রেস (ব্রাঞ্চ-২)-এর উদ্যোগে খুশি রেলকর্মচারীরা।
Comments are closed.