করোনা ধ্বংস জলেই, দাবি রুশ বিজ্ঞানীদের
বেঙ্গল ফাস্ট : করোনার দাপটে যখন সারা বিশ্ব দিশেহারা তখন জল-তত্ত্ব সামনে আনলেন রুশ বিজ্ঞানীরা। তাঁদের দাবি, স্রেফ জল দিয়ে রোখা যেতে পারে করোনা ভাইরাসের বৃদ্ধি। আর জল যদি গরম হয়, তবে তা বেশ ভালো কার্যকরী ভূমিকা নিতে পারে।
রাশিয়ার সাইবেরিয়ার নভোসিবির্স্কে ভেক্টর স্টেট রিসার্চ সেন্টার অফ ভাইরোলজি অ্যান্ড বায়োটেকনোলজি-র গবেষকদের দাবি, ২৪ ঘণ্টার মধ্যে ঘরের সাধারণ তাপমাত্রায় রাখা জলের সংস্পর্শে এসে মরে যায় প্রায় ৯০ শতাংশ করোনা ভাইরাসের কণা। আর ৭২ ঘণ্টার মধ্যে নষ্ট হয়ে যায় প্রায় ৯৯.৯ শতাংশ ভাইরাস কণা। বিজ্ঞানীদের আরও দাবি, ফুটন্ত জলের সংস্পর্শে আসলে সম্পূর্ণভাবে এবং সঙ্গে সঙ্গে নিশ্চিহ্ন হয়ে যায় কোভিড-১৯ ভাইরাস। বিজ্ঞানীদের মতে, ডিক্লোরিনেটেড বা নুন জলের সাহায্যেও দ্রুত করোনা প্রতিহত করা যায়।
রুশ সংবাদসংস্থা স্প্রুটনিকে প্রকাশিত এই প্রতিবেদন দেখে তামাম বিশ্ব এখন করোনা মোকাবিলায় জল-তত্ত্বে মজে। যদিও অগস্ট মাসের মধ্যেই গ্যামেলিয়া ইনস্টিটিউটের করোনা ভ্যাকসিন বাজারে চলে আসবে বলে দাবি করছেন রুশ বিজ্ঞানীরা। ভ্যাকসিনের ট্রায়ালে রাশিয়া অনেকটাই এগিয়ে গিয়েছে বলে মত ওয়াকিবহাল মহলে। এখন দেখার ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া সতিই করোনা মোকাবিলায় যুগান্তকারী ভ্যাকসিন আনতে পারে কিনা?
Comments are closed.