Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

‘তৃণমূল থেকে বিদায় নিয়েছে সৌজন্যবোধ’, হঠাৎ বেসুরো রথীন চক্রবর্তী

নিজস্ব সংবাদদাতা : তৃণমূল দল থেকে বিদায় নিয়েছে সৌজন্যবোধ। বৈশাখী ডালমিয়ার পর এবার বেসুরো হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী। হাওড়ার মানুষের জন্যে যে জল প্রকল্পের কাজ শুরু করেছিলেন হাওড়া প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী, সেই প্রকল্পের উদ্বোধনেই আমন্ত্রণ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করলেন তিনি। এদিন রথীন চক্রবর্তী বলেছেন, “আমাকে ব্রাত্য করে দেওয়া হয়েছে। জলপ্রকল্পের সব কাজ করেছি। অথচ সেখানে ডাকেনি। আমাদের উপস্থিতিকেও ওঁরা অপবিত্র ভেবেছে।” এমনকী প্রকাশ্যেই তিনি অভিযোগ করেছেন দল তাঁকে ব্রাত্য করে রেখেছে। তাঁর কথা শোনা হচ্ছে না। হাওড়ার সংগঠন নতুন করে সাজানোর দাবিও তুলেছেন তিনি। কিন্তু রাজ্য নেতৃত্ব কিছুতেই তাঁর কথা শুনছেন না বলে অভিযোগ রথীনের।

- Sponsored -

পাশাপাশি রথীনবাবু তৃণমূল দলকে প্রাইভেট কোম্পানির সাথে তুলনা করে বলেন, ‘‘এখানে শুধুমাত্র নেতার ঘনিষ্ঠ কারও কথা শুনে চলাই রীতি। অন্য কিছুই দেখা অন্য কিছু দেখা বা শোনা হয় না। চোখ কান ইত্যাদি ইন্দ্রিয়গুলো ঢাকা পড়ে রয়েছে।’’ হাওড়ার প্রাক্তন মহানাগরিক আরও বলেন, ‘‘এখানে যারা কাজ করে তাদের এক ঘরে করে দেওয়ার আপ্রাণ চেষ্টা করা হয়। যারা কাজ করে তারা ব্যাকসিটে চলে যায়। আগামী দিনে যেখানে থেকে মানুষের সেবা করা যাবে, মানুষের কাজ করা যাবে, সেখানেই পাশে থাকবেন তিনি।’’

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.