Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

দেশে আক্রান্ত বাড়লেও করোনায় সুস্থ ১২ লক্ষেরও বেশি

নিজস্ব সংবাদদাতা : দেশে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে আঠারো লক্ষ পার করল মঙ্গলবার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে একদিনে আক্রান্তের সংখ্যা ৫২ হাজার ৫০ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যাটা পৌঁছল ১৮ লক্ষ ৫৫ হাজার ৭৪৫ জনে। দেশে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫ লক্ষ ৮৬ হাজার ২৯৮ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮০৩ জনের। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮ হাজার ৯৩৮ জনে।

অন্যদিকে, করোনা রোগীর সুস্থতার পরিসংখ্যানটাও বেশ স্বস্তিদায়ক দেশে। এখনও পর্যন্ত মোট ১২ লক্ষ ৩০ হাজার ৫০৯ জন সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ মোট আক্রান্তের প্রায় ৬৬ শতাংশই সুস্থ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৪ হাজার ৩০৬ জন। তবে গত ২৪ ঘণ্টায় যে সংখ্যক করোনা পরীক্ষা হয়েছে দেশে তা এখনও অবধি সর্বোচ্চ। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের হিসেবে দেশে কোভিড টেস্টের সংখ্যা পেরিয়েছে ২ কোটি।

- Sponsored -

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা সাড়ে চার লক্ষেরও বেশি। মৃত্যু হয়েছে ১৫ হাজার ৮৪২ জন। সংক্রমণ বেড়েছে অন্ধ্রপ্রদেশেও। মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৬৬ হাজার ৫৮৬ জন। অন্ধ্রে মৃত্যু বেড়ে ১ হাজার ৫৩৭ জন। তামিলনাড়ুতে মোট আক্রান্ত ২ লক্ষ ৬৩ হাজার ২২২ জন। মৃত ৪ হাজার ২৪১ জন। রাজধানী দিল্লিতে আক্রান্ত বেড়ে ১ লক্ষ ৩৮ হাজার ৪৮২ জন। মৃত ৪ হাজার ২১ জন। কর্নাটকে মোট আক্রান্ত ১ লক্ষ ৩৯ হাজার ৫৭১ জন। মৃত ২ হাজার ৫৯৪ জন।

পাশাপাশি সংক্রমণে বিদ্ধ গুজরাত, কেরল, তেলাঙ্গানা, রাজস্থান, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, পঞ্জাব, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, অসম, ত্রিপুরাও।

পশ্চিমবঙ্গে সংক্রমণের সংখ্যাও হু হু করে বাড়ছে। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭১৬ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্ত ৭৮ হাজার ২৩২ জন। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৫৩ জনের। ফলে বাংলায় মৃত বেড়ে ১ হাজার ৭৩১ জন।

ছবি ঋণ : ইন্টারনেট

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.