করোনা সংক্রমণ বাড়ছে দ্রুত, ফের লকডাউনের পথে হাঁটতে চলেছে ব্রিটেন!

নিজস্ব সংবাদদাতা : টেমসের তীরে ফের জাঁকিয়ে বসছে মারণ ভাইরাস করোনা। প্রতিদিন সংক্রমণের সংখ্যা দ্রুত বেড়ে যাওয়ার ফলে চিন্তায় বরিস জনসন প্রশাসন। সূত্রের খবর, ফের একবার লকডাউনে ফির যেতে পারে ব্রিটেন। পাব, বার ও রেস্তোরাঁয় জারি হতে চলেছে নতুন নিষেধাজ্ঞা। পাশাপাশি ওয়ার্ক ফ্রম হোমের পক্ষেই জোর দিচ্ছে প্রশাসন।
করোনা পরিস্থিতির নিয়ন্ত্রণে নড়েচড়ে বসেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। কয়েক মাস আগে তিনি নিজেও করোনা আক্রান্ত হয়েছিলেন। তাই তিনি জানেন করোনা আক্রান্ত হলে সহজ জীবনযাপনে ব্যাঘাত ঘটে। সূত্রের খবর, পরিস্থিতি পর্যবেক্ষণ করে জাতির উদ্দেশে ভাষণ দিতে চলেছেন প্রধানমন্ত্রী জনসন। বর্তমান পরিস্থিতি যে মোটেই সহজ হবে না তা তিনি দেশবাসীকে জানাবেন। পাশাপাশি ফের একবার করোনার প্রকোপ আটকানোর জন্যে তাঁকে কড়া পদক্ষেপ নিতে হবে, তা ব্যাখা করবেন দেশবাসীকে। প্রধানমন্ত্রীর দফতর মারফত এ খবর ছড়িয়ে পড়তেই ব্রিটেন জুড়ে ফের দ্বিতীয় দফার লকডাউনের তোড়জোড় শুরু হয়ে গেছে। ব্রিটেনের শীর্ষ চিকিৎসক গোষ্ঠীর মতে এখনই যদি সঠিক পদক্ষেপ করা না হয়, তবে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে সংক্রমণমাত্রা।
Comments are closed.