মধ্যমগ্রামে বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণ, সরেজমিনে দেখলেন মন্ত্রী
নিজস্ব সংবাদদাতা : মধ্যমগ্রামের ২৮টি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিন প্রক্রিয়া শুরু হল আজ থেকে। ২৩ নম্বর ওয়ার্ডে মন্ত্রী রথীন ঘোষের উপস্থিতিতে শুরু হল টিকাকরণ। প্রতিটি ওয়ার্ডে ১১ জন করে মোট ৩০৮ জন ৮০ বছরের ঊর্ধ্ব বৃদ্ধ-বৃদ্ধাদের বাড়িতে গিয়ে টিকাকরণ করবে স্বাস্থ্যকর্মীরা। এই দিন মধ্যমগ্রাম ২৩ নম্বর ওয়ার্ড বীরেশপল্লি এলালায় এই টিকাকরণ প্রক্রিয়ার সূচনা করা হয়।
খাদ্যমন্ত্রী রথীন ঘোষের উপস্থিতিতে বাড়ি বাড়ি গিয়ে ৮০ বছরের ঊর্ধ্বে বৃদ্ধ-বৃদ্ধাদের করোনা টিকাকরণ শুরু মধ্যমগ্রামে pic.twitter.com/FC0Xjw5gVL
— Bengal Fast (@bengal_fast) June 26, 2021
রাজ্যের খাদ্যমন্ত্রী তথা মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষ নিজে বাড়ি বাড়ি যান গোটা টিকাকরণ প্রক্রিয়া সরেজমিনে দেখতে। ৮০ বছর ঊর্ধ্ব, পাশাপাশি শারিরীক ভাবে যারা অক্ষম তাদেরকেও বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণ করা হচ্ছে বলে জানান মন্ত্রী। বাড়িতে বসেই টিকাকরণে খুশি বৃদ্ধ-বৃদ্ধারা।
Comments are closed.