সুতাহাটায় করোনা পরীক্ষণ শিবির
নিজস্ব সংবাদদাতা : বিশ্বজোড়া মহামারী করোনা মানব সভ্যতায় ব্যাপক প্রভাব ফেলেছে। সারা বিশ্বের সাথে ভারতবর্ষেও কোভিড নাইন্টিন ভাইরাস তার মারণ রূপ ধারণ করেছে, যার প্রভাবে তৈরি হয়েছে করোনা মহামারী। এই মহামারীর আবহে সুতাহাটা প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে মঙ্গলবার সুতাহাটা থানার অন্তগর্ত আশাদতলিয়া অঞ্চল সংলগ্ন এলাকায় আয়োজিত হল বিনামূল্যে করোনা পরীক্ষা শিবির। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি প্রীতিভূষণ অধিকারী, সম্পাদক সুবিমল দাস, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্য নকুল ঘাঁটি, সুতাহাটা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তাপস মাইতি প্রমুখ।
আমলাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্যকর্মীদের সক্রিয় সহযোগিতায় এদিন করোনা টেস্ট করালেন এলাকার প্রায় ১০০ জন সাধারণ মানুষ। উল্লেখ্য সারা বছর ধরেই প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটি স্বেচ্ছায় রক্তদান শিবির, মাস্ক বিতরণ, বৃক্ষরোপণ, স্বনির্ভর প্রকল্পের প্রশিক্ষণের মতো বিভিন্ন সমাজসেবামূলক কাজে জড়িত থাকে।
Comments are closed.