করোনা পরিস্থিতি ভয়াবহ, রাজ্যে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ হাজার ১২১ জন!
শুভাশিস মণ্ডল
ক্রমশ জটিল হচ্ছে রাজ্যের করোনা পরিস্থিতি। উৎসব মরশুমে সংক্রমণ মাত্রাছাড়া রাজ্যে। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে রাজ্যে করোনা পজিটিভ হয়েছেন ৪ হাজার ১২১ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ লক্ষ ৪৯ হাজার ৭০১ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৫৯ জন। মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৫৪৬ জন।
পুজোর মরশুমে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে চিকিৎসক মহল, এমনকী কলকাতা হাইকোর্ট বারবার করে রাজ্যবাসীকে সতর্ক করেছিল করোনা নিয়ে। সামনে শীত, এমনিতেই প্রকোপ বৃদ্ধি পাওয়ার একটা ইঙ্গিত ছিলই। তার ওপর দুর্গাপুজোয় প্রশাসনিক সতর্কতাকে উপেক্ষা করে পথে নামেন বেশকিছু মানুষজন। সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় কলকাতা হাইকোর্ট জনস্বার্থ মামলায় চলতি বছরে দর্শকশূন্য মণ্ডপ রাখা-সহ একগুচ্ছ নির্দেশ দেন। তবুও মুষ্টিমেয় কিছু মানুষজন নির্দেশ অমান্য করে পথে নামায় যথেষ্টই উদ্বেগে রয়েছে রাজ্য প্রশাসন।
স্বাস্থ্য দফতরের বুলেটিনের তত্ত্ব অনুযায়ী রাজ্যে করোনা সংক্রমণে শীর্ষে রয়েছে কলকাতা। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪পরগনা। এই মুহূর্তে কলকাতায় রোগীর সংখ্যা ৭ হাজার ২৫৩ এবং উত্তর ২৪পরগনায় ৭ হাজার ৯৩ জন। পাশাপাশি দক্ষিণ ২৪পরগনায় ২ হাজার ৪৪৬, হুগলিতে ১ হাজার ৮৯৮, হাওড়ায় ১ হাজার ৪৪০ জন এই মুহূর্তে করোনায় আক্রান্ত।
Comments are closed.