বাংলায় বেলাগাম করোনা সংক্রমণ! একদিনে আক্রান্ত ১২ হাজার ৮৭৬ জন

নিজস্ব সংবাদদাতা : রাজ্যে করোনা পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত ১২ হাজার ৮৭৬ জন। শুধুমাত্র কলকাতাতেই আক্রান্ত ২ হাজার ৮৩০। রাজ্যে গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাসের বলি হয়েছেন ৫৯ জন। শুক্রবারের সুস্থতার হার ৮৮.০১ শতাংশ।
উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ২ হাজার ৫৮৫ জন। দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত ৭৯০, হাওড়ায় ৭৪৬ ও হুগলিতে আক্রান্ত ৫৯৪ জন। এদিন নতুন করে সংক্রমণের ফলে সব মিলিয়ে গোটা রাজ্যে এখনও পর্যন্ত ৭ লক্ষ ১৩ হাজার ৭৮০ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।
Comments are closed.