Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

পশ্চিমবঙ্গে করোনায় সুস্থতার হার ঊর্ধ্বমুখী, লকডাউনেই সুফল দেখছেন বিশেষজ্ঞরা

নিজস্ব সংবাদদাতা : গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনাজয়ীর সংখ্যা এখনও পর্যন্ত রেকর্ড। ৩ হাজার ৩১৪ জন ব্যক্তি করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন গত ২৪ ঘণ্টায়। অর্থাৎ পরপর তিনদিন রাজ্যে একদিনে আক্রান্তের থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা বেশি।
সুস্থতার হার বেড়ে হয়েছে ৭৯.৭৫ শতাংশ। বুধবার স্বাস্থ্য দফতর থেকে প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৭৪ জন। নয়া সংক্রমিত-সহ মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ৪৭ হাজার ৭৭৫ জন। এদিকে ৩ হাজার ৩১৪ জন ব্যক্তি করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন গত ২৪ ঘণ্টায়। অর্থাৎ পরপর তিনদিন রাজ্যে একদিনে আক্রান্তের থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা বেশি। এখনও পর্যন্ত মোট ১ লক্ষ ১৭ হাজার ৮৫৭ জন সুস্থ হয়ে উঠেছেন। যা রীতিমতো আশার খবর বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

- Sponsored -

বুধবার নবান্ন থেকে সেপ্টেম্বরের তিনদিন আপাতত পূর্ণাঙ্গ লকডাউনের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ৭, ১১ ও ১২ সেপ্টেম্বর রাজ্যে লক ডাউন হবে। আজকের পর অগস্টের শেষ লকডাউন আগামী সোমবার ৩১ অগস্ট। গত সপ্তাহের লকডাউনের পর থেকেই দৈনিক সংক্রমণে কিছুটা লাগাম টানা গিয়েছে। গত সোমবার থেকেই সংক্রমিত ব্যক্তির সংখ্যা এক ধাক্কায় কমে তিন হাজারের নীচে নেমে এসেছিল। মঙ্গলবারের পর বুধবারও তা বজায় রইল।

বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, লকডাউনের সাফল্যের উপরেই করোনা পরিস্থিতির সাফল্য নির্ভর করছে। সেই কারণে প্রশাসনিক তৎপরতা দেখা গিয়েছে প্রতিটি লকডাউন সফল করার জন্যে। তারই সুফল হিসেবে সংক্রমণে রাশ টানা সম্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে। করোনা সংক্রমণের শৃঙ্খল ভাঙতে জুলাই ও অগস্ট মাসে সপ্তাহে একদিন-দুদিন করে রাজ্যজুড়ে সম্পূর্ণ লকডাউন হয়েছে, এ মাসে লকডাউন এখনও বাকি রয়েছে। আগামী মাসেও হবে লকডাউন।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.