করোনা আক্রান্ত পুলিশ কমিশনার, ওয়ার্ক ফ্রম হোম অনুজ শর্মার
নিজস্ব সংবাদদাতা : মারণ ভাইরাস করোনায় আক্রান্ত হলেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। বৃহস্পতিবার সকালেই কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তিনি সুস্থ আছেন এবং আপাতত বাড়িতেই রয়েছেন। বাড়ি থেকেই যাবতীয় কাজ সারছেন পুলিশ কমিশনার। জানা গিয়েছে, সম্প্রতি কমিশনারের সংস্পর্শে আসা অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মীদের হোম কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গিয়েছে, গত কয়েক দিন ধরেই সামান্য অসুস্থ বোধ করছিলেন অনুজ শর্মা। সামান্য জ্বরও হয়েছিল তাঁর। এরই মধ্যে কোভিডের মৃদু উপসর্গ দেখা দেওয়ার পরেই বুধবার কোভিড-১৯ পরীক্ষা করান তিনি। বৃহস্পতিবার সকালে সেই রিপোর্ট পজিটিভ আসায় আপাতত তিনি হোম আইসোলেশনে রয়েছেন। বাড়িতে বসেই বাহিনীর সব রকমের কাজও করেছেন অনুজ শর্মা। এর আগে গত দুদিন ধরে লালবাজারে আসেননি তিন। শেষ মঙ্গলবার এসেছেন বলে জানা গিয়েছে কলকাতা পুলিশ সূত্রে। ওই দিন পুলিশ দিবসের অনুষ্ঠানে নবান্নেও ছিলেন অনুজ শর্মা।
Comments are closed.