করোনা সংক্রমণে ফের নয়া রেকর্ড রাজ্যের, উদ্বেগ বাড়াচ্ছে ৪ জেলা
শুভাশিস মণ্ডল
করোনা সংক্রমণে ফের নয়া রেকর্ড রাজ্যের। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ২ হাজার ৯৯৭ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লক্ষ ৭ হাজার ৩২৩ জন। ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৫৬ জন। রাজ্যে মোট মৃতের সংখ্যাটা বেড়ে দাঁড়াল ২ হাজার ২৫৯ জন। এর পাশাপাশি রাজ্যে সুস্থতার হারও বেশ ভাল। এখনও পর্যন্ত ৭৩.২৫ শতাংশ মানুষ সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৪৯৭ জন। রাজ্যে মোট করোনা জয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৮ হাজার ৬১৭ জন।
করোনা পরিস্থিতে রাজ্যের জেলাগুলির মধ্যে উদ্বেগ বাড়িয়েছে ৪টি জেলা। কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া এবং হুগলিতে সংক্রমণ হু হু করে বাড়ছে। যা যথেষ্ট চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে স্বাস্থ্য দফতরের আধিকারিকদের। কলকাতায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬৬৬ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ৪৭০। আর ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে হল ১ হাজার ১৫ জন। উত্তর ২৪ পরগনায় ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৫৮২ জন। মোট আক্রান্ত বেড়ে হয়েছে ২২ হাজার ৮৬১ জন। একদিনে মৃত্যু হয়েছে ১২ জন। মৃতের সংখ্যা এখানে বেড়ে হয়েছে ৫২৪ জনে। হাওড়ায় ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ২২৯ জন। মোট আক্রান্তের সংখ্যাটা দাঁড়িয়েছে ১০ হাজার ৬০১ জন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১২ জনের। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৭৩ জন। আর হুগলিতে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৪৩ জন। ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১২০ জন মানুষ। একদিনে মৃত্যু হয়েছে ৩ জনের। এখানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০-তে।
Comments are closed.