Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

রোজ রেকর্ড ভাঙছে করোনা সংক্রমণ, একদিনে দেশে আক্রান্ত ৫৭ হাজারের বেশি

নিজস্ব সংবাদদাতা : ফের সংক্রমণে নয়া রেকর্ড। দেশে একদিনে নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা ৫৭ হাজার ১১৮ জন। এই অস্বাভাবিক বৃদ্ধির ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৬ লক্ষ ৯৫ হাজার ৯৮৮ জন। এর মধ্যে ইতিমধ্যেই সুস্থ হয়েছেন ১০ লক্ষ ৯৪ হাজার ৩৩৭ জন। অর্থাৎ মোট আক্রান্তের প্রায় ৬৪.৫৩ শতাংশই সুস্থ হয়েছেন করোনায়। আক্রান্তের সংখ্যার বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বাড়ছে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত ৭৬৪ জন। ফলে মোট মৃতের সংখ্যা ৩৬ হাজার ৫১১ জনে।

- Sponsored -

সংক্রমণের নিরিখে যথারীতি দেশে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। ৪ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত উদ্ধব ঠাকরের রাজ্যে। মারাঠাভূমে মোট আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ২২ হাজার ১১৮ জন। আর মৃতের সংখ্যা বেড়ে ১৪ হাজার ৯৯৪ জন। এরপরই রয়েছে তামিলনাড়ু। সেখানে আক্রান্তের সংখ্যা বেড়ে ২ লক্ষ ৪৫ হাজার ৮৫৯ ও মৃতের সংখ্যা ৩ হাজার ৯৩৫ জন। অন্ধ্রপ্রদেশে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৪০ হাজার ৯৩৩ জন। মৃত ১ হাজার ৩৪৯ জন। রাজধানী দিল্লির করোনা পরিস্থিতি যথেষ্ঠই উদ্বেগে রয়েছে। সেখানে আক্রান্ত ১ লক্ষ ৩৫ হাজার ৫৯৮ জন। কেজরিওয়ালের রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩ হাজার ৯৬৩ জন। কর্নাটকে আক্রান্ত ১ লক্ষ ২৪ হাজার ১১৫ জন। আর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩১৪ জন। রাজস্থানে নতুন করে ৫৬৩ জন করোনা আক্রান্ত হওয়ায়  আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ৬৪৬ জন। মৃত্যু হয়েছে ৬৭৪ জনের। পাশাপাশি সংক্রমণ বৃদ্ধির খবর রয়েছে উত্তরপ্রদেশ, তেলাঙ্গানা, গুজরাত, বিহার, কেরল, অসম, হরিয়ানা, ওড়িশা, মধ্যপ্রদেশ, জম্মু ও কাশ্মীর, পঞ্জাব, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ত্রিপুরা, উত্তরাখণ্ডের মতো রাজ্যে।

সংক্রমণের নিরিখে করোনা আক্রান্তের সংখ্যা দ্রুতগতিতে বাড়ছে পশ্চিমবঙ্গে। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুয়ায়ী শুক্রবার পর্যন্ত রাজ্যে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৯৬ জন। রাজ্যে মোট আক্রান্ত বেড়ে হয়েছে ৭০ হাজার ১৮৮ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৫ জনের। ফলে রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৫৮১ জন।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.