Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

রাজ্যে করোনা সংক্রমণ প্রায় ১৬ হাজারের কাছে, কলকাতাতেই ৩ হাজার ৭৭৯ জন

নিজস্ব সংবাদদাতা : করোনা দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত অবস্থা পশ্চিমবঙ্গের। গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত ১৫ হাজার ৮৮৯ জন, মৃত্যু ৫৭ জনের। শুধুমাত্র কলকাতাতেই আক্রান্ত ৩ হাজার ৭৭৯। মৃত্যু হয়েছে ১৮ জনের। রাজ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৮ হাজার ৮০০ জন। তবে স্বস্তির খবরও রয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়েছেন ৮ হাজার ৪০৭ জন। রাজ্যে সুস্থতার হার এখন ৮৬.৫৯ শতাংশ।

- Sponsored -

শহর কলকাতার পাশাপাশি সংক্রমণ জাঁকিয়ে বসেছে উত্তর ২৪ পরগনায়। সেখানে আক্রান্ত ৩ হাজার ১৪০ জন। মৃত্যু হয়েছে ১৫ জনের। দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত ৯৮৬, হাওড়াতে আক্রান্ত ৮৮৯, হুগলিতে ৭৫১, পশ্চিম বর্ধমানে ৭৪৫, পূর্ব বর্ধমানে ৪১৯, পুরুলিয়ায় ৫৯২ এবং পূর্ব মেদিনীপুরে ৫০৭ জন। এর পাশাপাশি নদিয়ায় ৬৭৪, বীরভূমে ৬৫৬, মুর্শিদাবাদে ৬৪০, মালদায় ৬৪৪জন করোনায় আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে পশ্চিবঙ্গে করোনা আক্রান্ত ৭ লক্ষ ৪৩ হাজার ৯৫০ জন।

এদিকে মাত্রাছাড়া সংক্রমণের জন্য রাজ্যের একাধিক হাসপাতালকে কোভিড বেড বাড়ানোর নির্দেশ নবান্ন। বাকি দুই দফার ভোটের পর রাজ্যের করোনা পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে ধরে নিয়েই হাসপাতালগুলিকে ৬০ শতাংশ বেড কোভিডের জন্য সংরক্ষিত করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলেই সূত্রের খবর।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.