দেশে সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত, আক্রান্ত ছাড়াল ১৬ লক্ষ
নিজস্ব সংবাদদাতা : দেশে একদিনে ফের সংক্রমণের রেকর্ড। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৫৫ হাজার ৭৮ জন। এরই সাথে সাথে দেশে আক্রান্ত পৌঁছল ১৬ লাখ ৮৩ হাজার ৮৭০ জনে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭৭৯ জনের। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ হাজার ৭৪৭ জন। এরই পাশাপাশি দেশে সুস্থতার হারও বেশ ভাল। সুস্থ হয়ে উঠেছেন ১০ লক্ষ ৫৭ হাজার ৮০৫ জন। গত ২৪ ঘণ্টায় দেশে ৩৭ হাজার ২২৩ জন সুস্থ হয়ে উঠেছেন। দেশে সুস্থতার হার এই মুহূর্তে ৬৪.৫%। কেন্দ্র সরকারের বুলেটিন জানাচ্ছে, দেশে এখন ৫ লক্ষ ৪৫ হাজার ৩১৮ জন করোনা অ্যাকটিভ রোগী রয়েছে।
করোনা সংক্রমণ ও মৃতের সংখ্যার নিরিখে যথারীতি এগিয়ে মহারাষ্ট্র। মারাঠাভূমে আক্রান্ত ৪ লক্ষেরও বেশি হলেও অ্যাকটিভ রোগীর সংখ্যা ১ লক্ষ ৪৮ হাজার ৪৫৪। মৃত বেড়ে হয়েছে ১৪ হাজার ৭২৯ জন। তামিলনাড়ুতে মোট আক্রান্ত ২ লক্ষ ৩৯ হাজার ৯৭৮ জন। সেখানে মৃত বেড়ে ৩ হাজার ৮৩৮ জন। দিল্লিতে আক্রান্ত ১ লক্ষ ৩৪ হাজার ৪০৩ জন। মৃত ৩ হাজার ৯৩৬ জনের। কর্নাটকে আক্রান্ত ১ লক্ষ ১৮ হাজার ৬৩২ জন। মৃত ২ হাজার ২৩০ জন। অন্ধ্রপ্রদেশে ১ লক্ষ ৩০ হাজার ৫৫৭ জন। এখানে মৃত ১ হাজার ২৮১ জন। উত্তরপ্রদেশে আক্রান্তের সংখ্যা বেড়ে ৮১ হাজার ৩৯ জন। মৃতের সংখ্যা ১ হাজার ৫৮৭। পশ্চিমবঙ্গে আক্রান্ত বেড়ে ৬৭ হাজার ৬৮২ জন। আর মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৫৩৬ জন। এছাড়াও প্রতিদিন সংক্রমণ বেড়ে চলেছে রাজস্থান, গুজরাত, তেলঙ্গানা, কেরল, পঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, জম্মু ও কাশ্মীর, বিহার, ঝাড়খণ্ড, অসম, ত্রিপুরা এবং ওড়িশাতে।
Comments are closed.